আর্জেন্টিনার ‘জবরা ফ্যান’-র এমন কাজ, জায়গা করে নিলেন আর্জেন্টিনা ফুটবলের অফিসিয়াল টুইটারেও
Last Updated:
সব দলেরই সমর্থক থাকে ৷ ফ্যানদের নানা গল্পও থাকে ৷ নিজেদের দলের সমর্থনে কেউ জার্সি পড়েন, কেউ বা আবার নিজের পছন্দের ফুটবলারের ঢঙে হেয়ারস্টাইল করেন ৷
#বুয়েনস আয়ার্স: সব দলেরই সমর্থক থাকে ৷ ফ্যানদের নানা গল্পও থাকে ৷ নিজেদের দলের সমর্থনে কেউ জার্সি পড়েন, কেউ বা আবার নিজের পছন্দের ফুটবলারের ঢঙে হেয়ারস্টাইল করেন ৷ কেউ আবার নিজের বাড়ি- ঘর এমনকি পাড়াও রঙ করে নেন ৷
তাঁদের এই পাগল ভালোবাসার কোনও প্রতিদানও তাঁরা আশা করেন না ৷ তবে যদি কোনওভাবে তাঁদের এই অন্ধ আবেগের সমর্থন মিলে যায় তাহলে তো ডবল বোননজা ৷ সেরকমই হয়েছে ৷ মেসি তথা আর্জেন্টিনার এক ফ্যান সোশ্যাল হ্যান্ডেলে যাঁর পরিচিতি এমিলিজনিম্যাক্সি নামে এবং হ্যান্ডেলের নাম ম্যাগনিফিসেন্ট মেসি , তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি দিয়েছিলেন ৷ যাঁরা আর্জেন্টিনার জার্সি পড়ে আছেন ৷ আর একই সঙ্গে নিজের স্কুটিটিকেও আর্জেন্টিনার রঙে রাঙিয়ে দিয়েছেন ৷
advertisement
advertisement
গোটা স্কুটির চারদিকই মেসি-আর্জেন্টিনা দল ও অ্যালবিসেলেস্তের দাপট ৷
advertisement
আর এই পুরো ছবি সহ টুইটটি জায়গা করে নিয়েছে আর্জেন্টিনার অফিসিয়াল ফুটবল পেজের টুইটার হ্যান্ডেলে ৷
Here is a fan. A true fan. As the fifa world cup is nearing,this is what my friend Ashik who is a die-hard Argentina fan did to show his endless support and love. @VamosArg2014lp @MundoAlbicelest @ARG_soccernews @CeciAlbiceleste @SivanJohn_ pic.twitter.com/xxr9cQFBT1
— Magnificent Messi (@emiljohnmaxy) June 3, 2018
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 04, 2018 5:24 PM IST