দলের জয়ে অবদান রেখেছেন সকলেই৷ নীতিশ রানা-র ব্যাট হাতে ৩৫ বলে ৫৯, আন্দ্রে রাসেলের ১২ বলে ৪১৷ অন্যদিকে বল হাতে সুনীল নারিন, কুলদীপ যাদবের তিনটি করে উইকেট সব মিলিয়ে যেন পিকচার পারফেক্ট৷
এদিকে হ্যাপি নাইট ফ্যামিলি টিম হোটেলে ফেরার পরই ছিল সেলিব্রেশনের ব্যবস্থাও৷ কেকেআর টুইটার হ্যান্ডেলে উঁকি মারলেই বুঝে যাবেন ঠিক কতটা খুশি ছিল কিং খানের দলের ছেলেরা৷
advertisement
এদিন কেকেআরের জার্সি গায়ে দারুণ নজির গড়ে খুশি ক্যারিবিয়ান ক্রিকেটার আন্দ্রে রাসেল৷ মহম্মদ শামির এক ওভারে ৬ টি বলে তাঁর ৬ টি ছক্কার জেরে বঙ্গ পেসারের চোখ যেন ধাঁধিয়ে যায়৷ নিজের পারফরম্যান্সে বেজায় খুশি এই নাইট৷
এদিকে দিনটা নিঃসন্দেহে স্পেশাল আরেক ক্যারিবিয়ান ক্রিকেটারের৷ বরং বলা ভালো আরেক বিশ্বস্ত নাইটের৷ তিনি সুনীল নারিন৷ তিনি এদিন কেকেআরের হয়ে ১০০ উইকেট তুলে নিলেন৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 17, 2018 11:26 AM IST