TRENDING:

জমে উঠেছে আইপিএলের সাপ –সিঁড়ির খেলা, কে উঠল, কে নামল, জেনে নিন এক ক্লিকে

Last Updated:

রোজই চলছে আইপিএলের জমজমাট সব ম্যাচ ৷ কাপের লক্ষ্যে লড়াইতে ব্যস্ত আটটি দল ৷ কেউ উঠছে, কেউ নামছে আর দর্শকরা ক্রিকেট আনন্দে বুঁদ হয়ে পড়ছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: রোজই চলছে আইপিএলের জমজমাট সব ম্যাচ ৷ কাপের লক্ষ্যে লড়াইতে ব্যস্ত আটটি দল ৷ কেউ উঠছে, কেউ নামছে আর দর্শকরা ক্রিকেট আনন্দে বুঁদ হয়ে পড়ছেন৷
advertisement

তবে সবসময় হয়ত কর্মব্যস্ততায় সব ম্যাচ নজর রাখা হচ্ছে না৷ চিন্তা নেই৷ প্রিয় দলের খেলাটা দেখুন, আর প্রতিপক্ষরা সাপ-সিঁড়ির খেলায় কতটা উঠলো নামল সেটা তো এক ক্লিকেই জেনে নেওয়া যায় ৷

Photo: News18 Bangla Creative

advertisement

বুধবার দিন রাজস্থান রয়্যালসকে হারানোর পর কেকেআর আইপিএল টেবলের এক নম্বরে উঠে এসেছে ৷ বৃহস্পতিবারের মাচে কিংস ইলেভন জিতে ৬ পয়েন্ট পেলেও টেবলে রয়েছে তিন নম্বরে ৷ নেট রানরেটে বাজিমাত করেছে কেকেআর ৷ পিছনে ফেলে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও কিংসকে৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

এদিকে বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ খেলার আগে অবধি চেন্নাই সুপার কিংস তালিকার চার নম্বরে ছিল ৷ এছাড়াও পাঁচ থেকে আট নম্বর অবধি যথাক্রমে রয়েছে রাজস্থান রয়্যালস, মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ডেয়ারডেভিলস ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
জমে উঠেছে আইপিএলের সাপ –সিঁড়ির খেলা, কে উঠল, কে নামল, জেনে নিন এক ক্লিকে