TRENDING:

ধাওয়ানের ব্যাটে কুপোকাৎ রাহানেরা, ৯ উইকেটে হেলায় জয় সানরাইজার্সের

Last Updated:

রাজস্থান রয়্যালস: ১২৫/ ৯ (২০ ওভার), সানরাইজার্স হায়দরাবাদ: ১২৭/ ১ ( ১৫.৫ ওভার )

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজস্থান রয়্যালস: ১২৫/ ৯ (২০ ওভার)
advertisement

সানরাইজার্স হায়দরাবাদ: ১২৭/ ১ ( ১৫.৫ ওভার )

২৫ বল বাকি থাকতেই ৯ উইকেটে জয়ী সানরাইজার্স হায়দরাবাদ

#হায়দরাবাদ: সিএসকে-র পাশাপাশি নির্বাসন কাটিয়ে দু’বছর পর আইপিএলে এবছর প্রত্যাবর্তন হয়েছে রাজস্থান রয়্যালসেরও ৷ কিন্তু টুর্নামেন্টের প্রথম ম্যাচটা ধোনির চেন্নাইয়ের মতো সুখকর হল না ওয়ার্নের রাজস্থান রয়্যালসের ৷ উপ্পলে এদিন ম্যাচ একপেশেভাবে হারল শিল্পা শেট্টির দল ৷ শিখর ধাওয়ানের ব্যাটে ভর করে ২৫ বল বাকি থাকতেই ৯ উইকেটে ম্যাচ জিতল সানরাইজার্স ৷

advertisement

সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন এদিন টস জিতে প্রথমে রাজস্থানকে ব্যাট করতে পাঠান ৷ দলের বোলাররাও তাঁকে হতাশ করেননি ৷ দুই ওপেনার রাহানে (১৩) এবং শর্ট (৪) অল্প রানে ফেরার পর এদিন তিন নম্বরে নামা সঞ্জু স্যামসন (৪৯) বাদে বলার মতো রান পাননি প্রায় কোনও ব্যাটসম্যানই ৷ কউল-শাকিবদের আটোসাঁটো বোলিংয়ের সামনে যথেষ্ট অসহায় দেখিয়েছে রাজস্থান ব্যাটসম্যানদের ৷ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রানের বেশি করতে পারেনি রাজস্থান ৷ জবাবে ব্যাট করতে নেমে একমাত্র ঋদ্ধিমান সাহা (৫)-র উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সানরাইজার্স ৷

advertisement

Photo: BCCI

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

হায়দরাবাদের জয়ের এদিন মূল কারিগর অবশ্যই শিখর ধাওয়ান ৷ তাঁর ৫৭ বলে অপরাজিত ৭৭ রানের ইনিংসই এদিন দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দেয় ৷ ১৩টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারিতে সাজানো তাঁর ইনিংস ৷ অধিনায়ক কেন উইলিয়ামসন অপরাজিত থাকেন ৩৬ রানে ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ধাওয়ানের ব্যাটে কুপোকাৎ রাহানেরা, ৯ উইকেটে হেলায় জয় সানরাইজার্সের