TRENDING:

গেইলকে কীভাবে সামলাতে হয় জানা আছে আমাদের: ভেত্তোরি

Last Updated:

প্রথম ম্যাচে হারের পর এবার ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া বিরাটরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: ইডেনে প্রথম ম্যাচে নাইটদের কাছে হারের পর আজ শুক্রবার ঘরের মাঠে প্রীতি জিন্টার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে নামছে বিরাটের আরসিবি ৷
advertisement

প্রথম ম্যাচে হারের পর এবার ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া বিরাটরা ৷ প্রতিবছরের মতো এবছরও টুর্নামেন্ট জেতার অন্যতম দাবিদার আরসিবি ৷ কিন্তু এখনও পর্যন্ত একবারও আইপিএল জিততে ব্যর্থ বিরাটরা ৷ এবারও শুরুটা হার দিয়ে হওয়ায় হতাশ বেঙ্গালুরু সমর্থকরা ৷ আজকের ম্যাচে কিংস ইলেভেনের হয়ে ওপেন করতে দেখা যেতে পারে ক্রিস গেইলকে ৷ যিনি একসময় বিরাটদের দলেরই অন্যতম প্রধান অস্ত্র ছিলেন ৷

advertisement

গেইলকে নিয়ে কোনও বিশেষ প্ল্যান আছে কী ? আরসিবি-র কোচ ড্যানিয়েল ভেত্তোরি কিন্তু বলে দিচ্ছেন ‘‘ ক্রিস কী রকম ব্যাটসম্যান, সেটা আমরা খুব ভাল করে জানি। জানি, ওকে কী ভাবে সামলাতে হয়। দেখা যাক, ও খেলে কি না।’’

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে মোহালিতে প্রথম ম্যাচে না খেললেও চিন্নাস্বামীতে আজ গেইলের খেলার সম্ভাবনা প্রবল ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
গেইলকে কীভাবে সামলাতে হয় জানা আছে আমাদের: ভেত্তোরি