TRENDING:

টিম সেলিব্রেশনে শ্যাম্পেনে ‘না’ রশিদ খানের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই দৃশ্য

Last Updated:

আফগান তারকা রশিদ খান নিজের ধর্ম মেনে চলার বিষয়ে অত্যন্ত কঠোর ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দরাবাদ: এবারের আইপিএলের অন্যতম বড় ‘সেনসেশন’ আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খান ৷ জাতীয় দলের জার্সি গায়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়তো পান না তিনি ৷ কিন্তু আইপিএলে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছেন লেগ স্পিনার রশিদ ৷ শুধু বল হাতে ভেল্কিই নয়, কেকেআরের বিরুদ্ধে ব্যাট হাতেও কামাল করেছেন তিনি ৷
advertisement

রশিদের দল হয়তো শেষপর্যন্ত আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি ৷ কিন্তু এবারের আইপিএলে তারকাদের তালিকায় অবশ্যই থাকবে রশিদ খানের নাম ৷ গোটা আইপিএল জুড়েই তিনি ছিলেন সানরাইজার্সের ত্রাতা। বল হাতে দলকে উদ্ধার করেছেন প্রয়োজনীয় মুহূর্তে। খেলার পাশাপাশি রশিদের একটা ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ ইডেনে দ্বিতীয় কোয়ালিফায়ারে কেকেআর-কে হারিয়ে টিম হোটেলে সেলিব্রেশনে মাততে দেখা গিয়েছিল হায়দরাবাদ ক্রিকেটারদের ৷ সেসময় শ্যাম্পেন খুলে রশিদের দিকে এগিয়েও দেন সতীর্থরা ৷ কিন্তু ভিডিওয়ে স্পষ্ট দেখা গিয়েছে সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখান করেছেন রশিদ খান ৷

advertisement

আরও পড়ুন- ৫১ নয়, ওয়াংখেড়েতে ৪১ বলে সেঞ্চুরি করলেন শ্যেন ওয়াটসন

আফগান তারকা রশিদ খান নিজের ধর্ম মেনে চলার বিষয়ে অত্যন্ত কঠোর । এর আগেও অ্যালকোহল জাতীয় ব্র্যান্ডের এনডোর্সমেন্ট নাকচ করে দিয়েছেন তিনি। টিম সেলিব্রেশনেও শ্যাম্পেন থেকে দূরে থাকলেন রশিদ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
টিম সেলিব্রেশনে শ্যাম্পেনে ‘না’ রশিদ খানের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই দৃশ্য