TRENDING:

ধোনির লড়াই কাজে এল না, মোহালিতে শেষ হাসি হাসল প্রীতির পঞ্জাবই

Last Updated:

কিংস ইলেভেন পঞ্জাব : ১৯৭/৭ (২০ ওভার), চেন্নাই সুপার কিংস: ১৯৩/৫ (২০ ওভার)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কিংস ইলেভেন পঞ্জাব : ১৯৭/৭ (২০ ওভার)
advertisement

চেন্নাই সুপার কিংস: ১৯৩/৫ (২০ ওভার)

৪ রান জয়ী কিংস ইলেভেন পঞ্জাব

#মোহালি: ১৯৮ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল টিম সিএসকে ৷ সৌজন্যে অবশ্যই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ মোহালির মাঠে তাঁর মরণপণ লড়াই কিংস ইলেভেন পঞ্জাবের মালকিনের মুখ থেকে আরেকটু হলেই হাসি ছিনিয়ে নিচ্ছিল ৷ কিন্তু শেষপর্যন্ত সেটা হল না ৷ জয়ের থেকে মাত্র ৪ রান দূরে থামল সিএসকে ৷

advertisement

আরও পড়ুন-কিংস ইলেভেন ম্যাচ জিতলেও ‘দিল’ জিতলেন ধোনি

প্রথম কয়েকটি ম্যাচে সুযোগ না পেলেও এদিন কিংস ইলেভেনের হয়ে ওপেন করতে নেমেছিলেন ক্রিস গেইল ৷ মাত্র ৩৩ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে ক্যারিবিয়ান কিং ফের বুঝিয়ে দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি ৷ টি২০ ফর্ম্যাটে তিনি এখনও বিশ্বের যে কোনও বোলারের কাছে ত্রাস ৷ ১৯৮ রানের টার্গেট তাড়া করতে নেমে সিএসকে ওপেনাররা রান না পেলেও দলের ইনিংসকে টানেন আম্বাতি রায়াডু ৷ ৩৫ বলে ৪৯ রান করেন তিনি ৷ রায়াডু রান আউট হওয়ার পর দলকে জেতানোর দায়িত্ব একাই নিজের কাঁধে  তুলে নেন ধোনি ৷ মাঠে সর্বত্র তখন একটাই স্লোগান, ‘‘ মাহি মার রাহা হ্যায়...৷ ’’ তাঁর ৪৪ বলে ৭৯ রানের ইনিংসে রয়েছে ৬টা চার এবং ৫টা ছক্কা ৷ কিন্তু শেষরক্ষা করতে পারলেন না তিনি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ম্যাচের পরে ধোনি বলেন, ‘‘ আমরা ভেবেছিলাম, দ্বিতীয় ইনিংসের সময় শিশির পড়বে। কিন্তু সে রকম কিছু হয়নি। ক্রিস গেইলের ইনিংস আর মুজিব-উর-রহমানের বোলিং ম্যাচটা জিতিয়ে দিল পঞ্জাবকে।’’

বাংলা খবর/ খবর/খেলা/
ধোনির লড়াই কাজে এল না, মোহালিতে শেষ হাসি হাসল প্রীতির পঞ্জাবই