আরও পড়ুন-জমে উঠেছে আইপিএলে প্লে অফে ওঠার অঙ্ক,মুম্বই হারায় কী লাভ হল নাইটদের ?
আগামী দুটি ম্যাচ এখন নাইট শিবিরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ ওই দু’টো ম্যাচ জিতলেই সরাসরি প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করবে কেকেআর ৷ এই অবস্থায় দলকে তাতানোর কাজটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ যে কাজটা সবচেয়ে ভাল করে থাকেন খোদ নাইট মালিক শাহরুখ খানই ৷ কিং খানের কাছে তাই একটা অনুরোধ অধিনায়ক কার্তিক করেছিলেন ৷ সেটা হল তিনি যেন একটু হাসেন ৷ শাহরুখের এমন মুষড়ে পড়া ছবি দেখতে তাঁর ভাল লাগছে না ৷ কার্তিকের সেই অনুরোধ অবশ্য রেখেছেন বাদশা ৷ টুইটারে তাঁর হাসিমুখে একটা ছবি পোস্ট করে শাহরুখ লেখেন ‘‘ আগের ম্যাচের পর আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম ৷ আমার অধিনায়ক দীনেশ কার্তিক আমায় হাসতে বলেছিল ৷ এই ছবিটা ওর জন্য ৷ রাসেল, প্রসিদ্ধ, নারিন, কেকেআর সবাইকে ধন্যবাদ ৷ আমাদের এখন সামনে এগোতে হবে ৷ আরও উঁচুতে উঠতে হবে ৷ ’’
advertisement