TRENDING:

টেনশন আমারও হয়, কিন্তু সেটা মাঠে নয় ড্রেসিংরুমে প্রকাশ করি : ধোনি

Last Updated:

আইপিএল-১১ অভিযান দারণভাবেই শুরু হয়েছে ধোনির সিএসকে-র ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: আইপিএল-১১ অভিযান দারণভাবে শুরু হয়েছে ধোনির সিএসকে-র ৷ মুম্বইয়ের পর মঙ্গলবার ঘরের মাঠে কেকেআর-এর বিরুদ্ধেও আরও একটা রুদ্ধশ্বাস ম্যাচ জিতেছে দল ৷ ২০৩ রান তাড়া করে জেতাটা সহজ কাজ নয় ৷ সেই কাজটাও মঙ্গলবার অনায়াসে করেছে ধোনি ব্রিগেড ৷ দুই ওপেনার ওয়াটসন-রায়াডু সিএসকে-র ইনিংসের ভিত গড়ে দেন ৷ এরপর মাঝের ওভারগুলিতে কয়েকটি উইকেট হারিয়ে দলের উপর চাপ বাড়লেও ফিনিশিংটা দারুণই করেন স্যাম বিলিংস-জাদেজারা ৷
advertisement

আরও পড়ুন-এটা আমার অন্যতম সেরা ইনিংস : রাসেল

শেষ বলে ছয় হাঁকিয়ে জাডেজা চেন্নাইকে জেতানোর পরে সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেন, ‘‘দু’বছর পর নিজেদের মাঠে ফেরার অভিজ্ঞতাটা দুর্দান্ত। অসাধারণ একটা ম্যাচ হল। স্যাম দারুন ব্যাটিং করেছে। কেকেআর-ও ম্যাচটা জিততে পারত। ওরা জিতলেও সেটা ওদের প্রাপ্যই ছিল। আজ প্রচুর ছয় মেরেছে ওরা। তাতে ওরা তো এগিয়েই ছিল। কিন্তু আমাদের আবেগ চেপে রেখে লড়াই করে যেতে হয়েছে। দুই দলেরই বোলারদের আজ দিনটা খারাপ গিয়েছে।’’

advertisement

চরম চাপের মুহূর্তেও ধোনিকে বরাবরই ‘কুল’ দেখায় ৷ সেটা কীভাবে ? মাহির মতে, টেনশনের মুহূর্তে আমারও চাপ বাড়ে ৷ কিন্তু সেটা আমি মাঠের বদলে ড্রেসিংরুমে দেখাই ৷ আপনি যদি মাঠে খুব বেশি অভিব্যক্তি প্রকাশ করেন, তাহলে ধারাভাষ্যকাররা আপনার সম্পর্কে অনেক কিছু বলার সুযোগ পেয়ে যাবেন ৷ সবার মধ্যেই আবেগ থাকে ৷ কিন্তু ডাগআউটে বসে নিজেদের ব্যাটসম্যান বা বোলারদের উপর আমরা ভরসা রাখি ৷ পজিটিভ থাকার সুবিধা কিন্তু অনেক ৷

advertisement

শেষ দিকে ব্র্যাভোকে আগে না নামিয়ে জাডেজাকে ব্যাট করতে পাঠানো নিয়ে ধোনি বলেন, ‘‘ কারও না কারও উপর ভরসা করতেই হয়। শেষ ওভারে তো দু’জন ব্যাট করে আর একজনই বোলিং করে। তাদের উপর ভরসা করতেই হয়। আমরা সেটাই করেছি।’’

বাংলা খবর/ খবর/খেলা/
টেনশন আমারও হয়, কিন্তু সেটা মাঠে নয় ড্রেসিংরুমে প্রকাশ করি : ধোনি