TRENDING:

পুরনো কোচের দারুণ সার্টিফিকেট, ধোনিতে মজে বিশ্বকাপজয়ী কোচ

Last Updated:

সেই ধোনি এখন স্বপ্নের ফর্মে রয়েছেন সেরা রান সংগ্রাহকদের তালিকায় রয়েছেন প্রথম দশের মধ্যে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু:  ভারত বিশ্বকাপ জিতেছে তাঁর আমলে ৷ সেই পুরোন দলকে হাতের তালুর মতো চেনেন ৷ চেনেন ভারতকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও ৷ তিনি গ্যারি কার্স্টেন ৷
advertisement

সেই ধোনি এখন স্বপ্নের ফর্মে রয়েছেন সেরা রান সংগ্রাহকদের তালিকায় রয়েছেন প্রথম দশের মধ্যে ৷ তালিকায় জায়গা সাত নম্বরে ৷ ১০ ম্যাচে তাঁর সংগ্রহ ৩৬০ ৷

এই ধোনিতে এই মুহূর্তে মজে রয়েছেন সকলেই ৷ আট –থেকে আশি ফ্যান থেকে সমালোচক সকলেই কুর্নিশ করছেন মাহিকে ৷ এবার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ককে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন বিশ্বকাপ জয়ী কোচ ৷ জানিয়ে দিলেন নিজের ধারাবাহিক সেরা ফর্মে ফিরে গেছেন ধোনি ৷

advertisement

File Photo

শুধু এটুকুই নয়, কার্স্টেন জানিয়েছেন ধোনির সাফল্যের সিক্রেটও ৷ তাঁর সাফ কথা, ধোনির সাফল্যের খিদেটাকে এমনভাবে বাঁচিয়ে রেখেছে যাতে পারফরম্যান্স করা যায় ৷ তিনি আরও বলেছেন ধোনি নতুন করে কোনও কিছু আবিষ্কার করেননি ৷ ও নিজের সেরা ফর্মটা আবার ফিরে পেয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এদিকে ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া কোচ ফের একবার আশাবাদী ২০১৯ বিশ্বকাপেও ভালো কিছু করে দেখাতে পারে টিম ইন্ডিয়া ৷ এই মুহূর্তে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন কার্স্টেন ৷

বাংলা খবর/ খবর/খেলা/
পুরনো কোচের দারুণ সার্টিফিকেট, ধোনিতে মজে বিশ্বকাপজয়ী কোচ