TRENDING:

শুক্রবার মাঠে নামছে কেকেআর, তার আগে একনজর আইপিএল টেবলে

Last Updated:

ফের ধোনি ধামাকা যা হওয়ার তাই হল ৷ আইপিএল টেবলে কিংসকে দু‘নম্বরে পাঠিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  ফের ধোনি ধামাকা যা হওয়ার তাই হল ৷ আইপিএল টেবলে কিংসকে দু‘নম্বরে পাঠিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস ৷
advertisement

বৃহস্পতিবারের ম্যাচের আগে অবধি লিগ টেবলের ওঠাপড়াটা একটু দেখে নেওয়া যাক ৷ সিএসকে ৬ ম্যাচের শেষে ৫ টিতে জিতেছে  তাদের পয়েন্ট ১০ ৷ কিংসেরও হিসেবনিকেশ এক হলেও তাদের থেকে নেট রানরেট ভালো হওয়ায় টেবলের এক নম্বর জায়গাটা সিএসকে-রই দখলে ৷

কেকেআর নিজে ম্যাচ খেলবে শুক্রবার ৷ তার আগে লিগটেবলের চার নম্বরে রয়েছে ৷ সানরাইজার্স রয়েছে তিন নম্বরে ৷

advertisement

রাজস্থান রয়্যালস রয়েছে পাঁচ নম্বরে ৷ ছ‘টি ম্যাচের তিনটি জয় ও তিনটি হার তাদের নামের পাশে লেখা হয়েছে ৷ আরসিবি ৬ ম্যাচের ২টি তে মাত্র জিততে পেরেছে ৷ তাদের স্থান ৬ নম্বরে ৷ সপ্তম ও অষ্টম স্থানে থাকা দুই দল যথাক্রমে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ডেয়ারডেভিলস ৷ এই দুটি দলই এখনও অবধি মাত্র একটি করে ম্যাচ খেলেছে ৷

advertisement

সিএসকে-র হয়ে দারুণ ইনিংস খেলা অম্বাতি রায়ডু এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের অধিকারী ,তার রান ৬ ম্যাচে ২৮৩ ৷ এদিকে তাঁর দল লিগ টেবলে পিছিয়ে থাকলেও বিরাট কোহলি সেরা রান সংগ্রাহকদের তালিকার ৪ নম্বরে রয়েছেন আর তারই দলের এবি ডিভিলিয়ার্স ২ নম্বরে রয়েছেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এদিকে পার্পল ক্যাপের অধিকারী হয়েছেন মায়াঙ্খ মার্কান্ডে ৷ সানারাইজার্স হায়দরাবাদের এই বোলারের ৬ ম্যাচে ১০ উইকেট রয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
শুক্রবার মাঠে নামছে কেকেআর, তার আগে একনজর আইপিএল টেবলে