২১ বছর বয়সে সাঁতার জীবনে ২৪ টি জাতীয় স্তরের খেলায় অংশগ্রহণ করে ৫১ টি সোনা, ৩৮ টি রুপো এবং ১৭ টি ব্রোঞ্জ জিতেছেন৷ ২০০৪ সালে সাঁতারু হিসেবে যাত্রা শুরু হয়ে ২০২৫ পর্যন্ত। ২১ বছরে সাঁতারে অংশগ্রহণ। ২০১০ সালে কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ ২০১০ চিনে অনুষ্ঠিত এশিয়ান গেমস অংশ গ্রহণ। এর সঙ্গে ২০১৮ ইংলিশ চ্যানেল পার। ২০১৯ এ ক্যাটলিনা চ্যানেল এবং ২০২২ সালে নর্থ চ্যানেল। ২০২৩ শে ইংলিশ চ্যানেল টু ওয়ে। এগুলি দলগত ভাবে অংশগ্রহণ। এরপর ২০২৪ সালে কেপ্টাউনের ব্লোবার্গ থেকে রবীন আইল্যান্ড। এ২০২৫ এর এপ্রিলে সদ্য ব্লোবার্গ থেকে রবীন আইল্যান্ড টু ওয়ে প্রায় ১৫ কিমি সাঁতার কেটে রেকর্ড গড়ল প্যারা সুইমার হাওড়ার রিমো সাহা।
advertisement
সব মিলিয়ে ১০৬ টি পদক। এবং একাধিক চ্যানেল পার করার রেকর্ড। প্যারাসাঁতারু হিসেবে দেশের মধ্যে নজির গড়েছে হাওড়া সালকিয়ার রিমো সাহা। সাঁতারু জীবনে তার কাছে ধরা দিয়েছে একের পর এক সাফল্য। এর মধ্যেই আঁক্ষেপের সুর প্যারা সাঁতারুর গলায়, এ প্রসঙ্গে রিমো সাহা জানান, সাঁতারু জীবনের প্রায় ৮০ শতাংশ সময় পার করে এসেছি। এ পর্যন্ত কমনওয়েলথ গেমস এশিয়ান গেমসের মত বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ। বিখ্যাত চ্যানেল পাড়ের রেকর্ড। ১০০ অধিক পদক জয়। চ্যানেল জয় ও পদক জয়ের পর দেশের পতাকা উড়িয়ে পরম তৃপ্তি। তবে সরকারিভাবে সহযোগিতা এখনও পর্যন্ত মেলেনি। এক একটি ইভেন্টে অংশ গ্রহণ লক্ষ লক্ষ টাকা খরচ। সরকারি সহযোগিতা পেলে সুবিধা হয়।
Rakesh Maity