Sindur Dan By Dilip Ghosh: মাথা ঢাকা লাল লজ্জাবস্ত্রে, দিলীপ ঘোষ রাঙিয়ে দিলেন নববধূর সিঁথি, কী দিয়ে হল সিঁদুর দান, রইল ফটো অ্যালবাম

Last Updated:
Sindur Dan By Dilip Ghosh: রেঙে উঠল সীমন্ত, লাজে-সিঁদুরে মাখোমাখো রিঙ্কু মজুমদার-রইল সিঁদুর দানের ফটো
1/8
দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের বিয়ে ঘিরে আগ্রহ সব মহলেই৷ প্রথমে জানা গিয়েছিল যে শুক্রবার রেজিস্ট্রি বিবাহ সম্পন্ন হবে৷ তবে এদিনই বৈদিক রীতি মেনে বিয়েও সেরে নেন অভিজ্ঞ বিজেপি নেতা৷ হয়ে গেল বিয়ের সবচেয়ে কাঙ্খিত মুহূর্ত সিঁদুর দানও৷
দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের বিয়ে ঘিরে আগ্রহ সব মহলেই৷ প্রথমে জানা গিয়েছিল যে শুক্রবার রেজিস্ট্রি বিবাহ সম্পন্ন হবে৷ তবে এদিনই বৈদিক রীতি মেনে বিয়েও সেরে নেন অভিজ্ঞ বিজেপি নেতা৷ হয়ে গেল বিয়ের সবচেয়ে কাঙ্খিত মুহূর্ত সিঁদুর দানও৷
advertisement
2/8
টুকটুকে লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না, মাথায় মুকুট, লাল চেলি। নববধূ রূপে রিঙ্কুকে মানিয়েছিল দারুণ। টোপর মাথায় ধুতি-পাঞ্জাবিতে দিলীপকেও লাগছিল বেশ।
টুকটুকে লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না, মাথায় মুকুট, লাল চেলি। নববধূ রূপে রিঙ্কুকে মানিয়েছিল দারুণ। টোপর মাথায় ধুতি-পাঞ্জাবিতে দিলীপকেও লাগছিল বেশ।
advertisement
3/8
মালাবদল থেকে বিভিন্ন লোকচার মেনেই হয় বিয়ের পর্ব৷
মালাবদল থেকে বিভিন্ন লোকচার মেনেই হয় বিয়ের পর্ব৷
advertisement
4/8
পাশাপাশি সিঁদুরদান ঘিরেও আগ্রহ ছিল তুঙ্গে৷ পরনে লাল বেনারসি মাথা ঢাকা হয় লাল রঙের লজ্জাবস্ত্রে৷
পাশাপাশি সিঁদুরদান ঘিরেও আগ্রহ ছিল তুঙ্গে৷ পরনে লাল বেনারসি মাথা ঢাকা হয় লাল রঙের লজ্জাবস্ত্রে৷
advertisement
5/8
তারপর দিলীপ ঘোষ রীতি মেনেই রিঙ্কুর সিঁথিতে সিঁদুরে ভরিয়ে দেন৷ গোল কয়েন দিয়ে নববধূর সিঁথি রাঙিয়ে দেন দিলীপ ঘোষ৷
তারপর দিলীপ ঘোষ রীতি মেনেই রিঙ্কুর সিঁথিতে সিঁদুরে ভরিয়ে দেন৷ গোল কয়েন দিয়ে নববধূর সিঁথি রাঙিয়ে দেন দিলীপ ঘোষ৷
advertisement
6/8
লাল বেনারসিতে নববধূ রিঙ্কু, হলুদ পাঞ্জাবিতে বর দিলীপ ঘোষের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন আইনি ও বৈদিক নিয়ম মেনেই।
লাল বেনারসিতে নববধূ রিঙ্কু, হলুদ পাঞ্জাবিতে বর দিলীপ ঘোষের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন আইনি ও বৈদিক নিয়ম মেনেই।
advertisement
7/8
লাল বেনারসি, গলায় ভারী হার পরে পার্লার থেকে সরাসরি বর দিলীপ ঘোষের বাড়িতে পৌঁছন কনে রিঙ্কু মজুমদার। সেখানেই নববধূর হাসিমুখে ঘোষণা, “আমি খুব হ্যাপি!”
লাল বেনারসি, গলায় ভারী হার পরে পার্লার থেকে সরাসরি বর দিলীপ ঘোষের বাড়িতে পৌঁছন কনে রিঙ্কু মজুমদার। সেখানেই নববধূর হাসিমুখে ঘোষণা, “আমি খুব হ্যাপি!”
advertisement
8/8
মায়ের ইচ্ছাপূরণ হল। অবশেষে ছাদনাতলায় বসলেন ৬১ বছরের দিলীপ আর ৫১ বছরের রিঙ্কু। তৃপ্তির হাসি পুষ্পলতা দেবীর মুখে।‌ মায়ের ইচ্ছাপূরণ করতে পেরে খুশি 'নাড়ু' দিলীপও। Input- Paradip Ghosh
মায়ের ইচ্ছাপূরণ হল। অবশেষে ছাদনাতলায় বসলেন ৬১ বছরের দিলীপ আর ৫১ বছরের রিঙ্কু। তৃপ্তির হাসি পুষ্পলতা দেবীর মুখে।‌ মায়ের ইচ্ছাপূরণ করতে পেরে খুশি 'নাড়ু' দিলীপও। Input- Paradip Ghosh
advertisement
advertisement
advertisement