প্রাক্তন পাকিস্তান তারকাকে টিটকিরি মেরেছেন শামি এটাই পরিষ্কার। অবশ্য এর পেছনে যথেষ্ট কারণ আছে। এর আগে ভারতের সমালোচনা করেছিলেন শোয়েব। তিনি বলেছিলেন ভারত টিস মার খান নয়। ওরাও ব্যর্থ হবে এবং ফিরে আসবে। অবশেষে পাকিস্তানকে মুখোমুখি লড়াইয়ে হারালেও ইংল্যান্ডের কাছে সেমি ফাইনালে উড়ে গিয়েছিল ভারত। মজা করেছিলেন শোয়েব।
advertisement
ভারতের যোগ্যতা নেই বলেও কটাক্ষ করতে ছাড়েননি। তাই আজ সুযোগ পেয়ে পাল্টা দিতে ভোলেননি মহম্মদ শামি। এরপর বিস্তর রিঅ্যাকশন এসেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ শামিকে গালাগালি করেছেন, কেউ আবার তাকে স্যালুট জানিয়েছেন। এর আগেও পাকিস্তানের কাছে ফাইনালে চ্যাম্পিয়ন্স ট্রফি হারার পর শামির সঙ্গে লেগে গিয়েছিল পাকিস্তানি সমর্থকদের।
সেবার তাকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। শোয়েব অবশ্য এর পাল্টা কোনও জবাব দেননি। আসলে ভারত পাকিস্তান লড়াই আজও সবার অলক্ষে ছিল সেটা বলার অপেক্ষা রাখে না। তাই চির প্রতিদ্বন্দ্বীর ব্যর্থতায় শামি খুশি হবেন সেটাই হয়তো স্বাভাবিক।