ভারত এখনও অবধি ৯৯৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে৷ যার মধ্যে ৫১৮ টি ম্যাচ ভারত জিতেছে আর হেরেছে ৪৩১ টি ম্যাচ৷ দেশ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবার এক নয়া ইতিহাস গড়বে৷ তাই সেই ইতিহাসের সামনে দাঁড়িয়ে উচ্ছ্বসিত গোটা দেশের ক্রিকেট তারকা থেকে ক্রিকেট ফ্যান সকলেই৷ বিসিসিআই (BCCI) এবং প্রাক্তন ক্রিকেটাররা সকলেই এই ১০০০ তম (1000 ODI) একদিনের ম্যাচ খেলার ঐতিহাসিক মুহূর্তে সেলিব্রেট করছে৷
advertisement
আরও পড়ুন - U19 World Cup: বিশ্বকাপের মাঠে তুলকালাম, মেডিক্যাল স্টাফের ‘এই’ কাজ এখন ভাইরাল
মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar) এই ঐতিহাসিক মুহূ্র্তের সন্ধিক্ষণে বলেছেন, ‘‘ভারত ১০০০তম একদিনের ম্যাচ (1000 ODI) খেলবে, দারুণ মাইলস্টোন৷ প্রথম একদিনের ম্যাচ খেলা হয়েছিল ১৯৭৪ সালে৷ এটা সম্ভব হয়েছে, প্রাক্তন ক্রিকেটার, বর্তমান ক্রিকেটার, প্রাক্তন বোর্ড সদস্য এবং বর্তমান বোর্ড সদস্যদের জন্য৷’’
তিনি আরও বলেন, ‘‘আমি বলতে চাই এটা আমাদের গোটা দেশের জন্য একটা অ্যাচিভমেন্ট , আমি আশা করি ভারতীয় ক্রিকেট আরও বড় থেকে বড় হবে৷ আমি ওঁদের অনেক শুভেচ্ছা জানাই আগামী সিরিজ এবং ১০০০তম ম্যাচের (1000 ODI) জন্য৷ ’’
সচিন (Sachin Tendulkar) ১০০০তম ম্যাচের (1000 ODI) জন্য শুভেচ্ছাবার্তা নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইটও করেন৷
করোনা ভাইরাস অতিমারির সময়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই তিনটি একদিনের ম্যাচ খেলা হবে৷ গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছেন এই ঐতিহাসিক ম্যাচেও কোনও দর্শককে মাঠে ঢুকতে দেওয়া হবে না, করোনার অতিমারি আটাকাতে৷
বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) জানিয়েছেন, ‘‘বায়ো বাবল প্রটোকল মেনে ১০০০তম ম্যাচের (1000 ODI) জন্য সেলিব্রেশন করা হবে৷ ’’
সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘‘না সেরকম কিছু নয়, যা হবে বায়োবাবলে হবে, বিস্তারিত সেলিব্রেশন হবে না, কারণ কোভিড ১৯ প্রটোকল মেনে তা সম্ভব নয়৷ যে কোনও পরিস্থিতিতেই ম্যাচ কোভিড ১৯ প্রটোকল মেনেই হবে৷’’