TRENDING:

India vs South Africa: ইনি থাকলেই হারে ভারত! তিনি রয়েছেন এবারের ফাইনলেও, অশনি সংকেত দেখছে ফ্যানেরা

Last Updated:

India vs South Africa T20 World Cup 2024 Final: আইসিসি কোনও ট্রফির নকআউটে বা ফাইনালে ভারত উঠলে আর এই নাম শুনলেই আতঙ্কে থাকেন ফ্যানেরা। তিনি থাকলে কোনওদিন জেতে না ভরত। এবার ফাইনালেও থাকছেন সে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বার্বাডোজ: আইসিসি কোনও ট্রফির নকআউটে বা ফাইনালে ভারত উঠলে আর আম্পায়ারের ভূমিকায় এই নামটি শুনলেই আতঙ্কের প্রহর গুনতে শুরু করে ফ্য়ানেরা। রিচার্ড কেটলবরো…এই নামটি ভারতীয় ফ্যান নয়, প্লেয়ারদের কাছে যেন আতঙ্কের অপর নাম। কারণটা সকলেরই জানা। কেটেলবরো আইসিসির ট্রফির নকআউচ বা ফাইনালে আম্পায়ারের ভূমিকায় থাকলেই ভারত সেই ম্যাচে হারে। পরিসংখ্যানও বলছে সেই কথা।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
advertisement

২০১৪ টি২০ বিশ্বকাপ ফাইনাল, শ্রীলঙ্কার কাছে হার, ২০১৫ ওডিআই বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার, ২০১৬ টি২০ বিশ্বকাপ সেমিফাইনাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কৈছো হার, ২০১৯ ওডিআই বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হার আর সম্প্রতি ২০২৩ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। এই প্রতিটি ম্যাচেই আম্পায়ার ছিলেন রিচার্ড কেটেলবরো।

advertisement

এবারও টি-২০ বিশ্বকাপের ফাইনালে আম্পায়ারের ভূমিকায় থাকছেন রিচার্ড কেটেলবরো। তবে এবার একটু স্বস্তি রয়েছে ভারতীয় ফ্যানেদের জন্য। কারণ এবার ফিল্ড আম্পায়ার নয়. থার্ড আম্পায়র হিসেবে থাকছেন কেটেলবরো। ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন রিচার্ড ইলিংওয়ার্থ এবং ক্রিস গ্যাফনি। চতুর্থ আম্পায়ার হিসেবে বিশ্বকাপ ফাইনালে থাকছেন রডনি টাকার। তবে কেটেলবরো নামটি ফাইনালের সঙ্গে জুড়ে যাওয়ায় আতঙ্ক একটা থাকছেই ফ্যানেদের জন্য।

advertisement

—- Polls module would be displayed here —-

আরও পড়ুনঃ India vs South Africa: ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ বিশ্বকাপ ফাইনাল নিয়ে সৌরভের ভবিষ্যদ্বাণী! কী বললেন দাদা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গ, ২০১১ সালে শেষবার ওডিআই বিশ্বকাপ জিতেছে ভারত। ২০১৩ সালে শেষবার কোনও আইসিসি ট্রফি জিতেছে ভারত। আর টি-২০ বিশ্বকাপ ভারতের ঘরে এসেছে সেই ২০০৭ সালে। তারপর থেকে শুধুই খরা। এবার সেই আইসিসি ট্রফির খরা কাটবে ও ভারত আরও একবার বিশ্বসেরা হবে, সেই আশাতেই বুক বাঁধছে দেড়শো কোটির দেশ।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
India vs South Africa: ইনি থাকলেই হারে ভারত! তিনি রয়েছেন এবারের ফাইনলেও, অশনি সংকেত দেখছে ফ্যানেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল