২০১৪ টি২০ বিশ্বকাপ ফাইনাল, শ্রীলঙ্কার কাছে হার, ২০১৫ ওডিআই বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার, ২০১৬ টি২০ বিশ্বকাপ সেমিফাইনাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কৈছো হার, ২০১৯ ওডিআই বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হার আর সম্প্রতি ২০২৩ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। এই প্রতিটি ম্যাচেই আম্পায়ার ছিলেন রিচার্ড কেটেলবরো।
advertisement
এবারও টি-২০ বিশ্বকাপের ফাইনালে আম্পায়ারের ভূমিকায় থাকছেন রিচার্ড কেটেলবরো। তবে এবার একটু স্বস্তি রয়েছে ভারতীয় ফ্যানেদের জন্য। কারণ এবার ফিল্ড আম্পায়ার নয়. থার্ড আম্পায়র হিসেবে থাকছেন কেটেলবরো। ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন রিচার্ড ইলিংওয়ার্থ এবং ক্রিস গ্যাফনি। চতুর্থ আম্পায়ার হিসেবে বিশ্বকাপ ফাইনালে থাকছেন রডনি টাকার। তবে কেটেলবরো নামটি ফাইনালের সঙ্গে জুড়ে যাওয়ায় আতঙ্ক একটা থাকছেই ফ্যানেদের জন্য।
—- Polls module would be displayed here —-
প্রসঙ্গ, ২০১১ সালে শেষবার ওডিআই বিশ্বকাপ জিতেছে ভারত। ২০১৩ সালে শেষবার কোনও আইসিসি ট্রফি জিতেছে ভারত। আর টি-২০ বিশ্বকাপ ভারতের ঘরে এসেছে সেই ২০০৭ সালে। তারপর থেকে শুধুই খরা। এবার সেই আইসিসি ট্রফির খরা কাটবে ও ভারত আরও একবার বিশ্বসেরা হবে, সেই আশাতেই বুক বাঁধছে দেড়শো কোটির দেশ।