India vs South Africa: ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ বিশ্বকাপ ফাইনাল নিয়ে সৌরভের ভবিষ্যদ্বাণী! কী বললেন দাদা

Last Updated:

India vs South Africa T20 World Cup 2024 Final: আর কিছু সময় পরই শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ বিশ্বকাপ ফাইনাল। মেগা ফাইনালের আগে টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা বলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ বিশ্বকাপ ফাইনাল
ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ বিশ্বকাপ ফাইনাল
বার্বাডোজ: আর কিছু সময় পরই শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ বিশ্বকাপ ফাইনাল। প্রায় একমাসের লড়াই শেষে কার মাথায় উঠবে ক্রিকেটে সবথেকে ছোট ফর্ম্যাটের বিশ্বসেরার শিরোপা তা ঠিক করবে বার্বাডোজের ব্রিজটাউনে স্টেডিয়াম। ভারত-দক্ষিণ আফ্রিকার ট্রফির লড়াই ঘিরে চড়ছে পারদ। রোহিত শর্না ও এডেন মার্করানের দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।
মেগা ফাইনালের আগে এবার মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় দলকে কোনও টিপস দিতে চান কিনা, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বললেন, “আমার কোনও পরামর্শ নেই, টুর্নামেন্টের শুরুতে আমি একটা পরামর্শ দিয়েছিলাম, যাও এবং স্বাধীনভাবে খেল কারণ এটা টি-টোয়েন্টি ফরম্যাট… তাঁরা এটা করেছে। ভারত খুব শক্তিশালী দল… আমি শুরুতেই বলেছিলাম। এছাড়াও সাত মাসে দুটি বিশ্বকাপের ফাইনালে ওঠাটা দলের সামর্থ্যের কথা বলে। এই দল ভাল ফল করবে।”
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, এই ভারতীয় দল যে কতটা আলাদা তা এবারের টুর্নামেন্টে বারবার প্রমাণতি হয়েছে। এই দল বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজাদের মত তারকারা ফর্মে ধারেকাছে মা থাকলেও প্রতিপক্ষকে দুরমুশ করতে জানে। এই দল জানে ২২ গজের বদলা ২২ গজেই কী করে নিতে হয়। সুপার এইটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গতবছরের ১৯ নভেম্বর ওডিআই বিশ্বকাপ ফাইনাল হারের বদলা নিয়েছে। এই দল ইংরেজদের বিরুদ্ধে প্রতিশোধ নিয়ে বুঝিয়ে দিয়েছে ভারতের শক্তি। এবার শুধু সামনে প্রোটিয়ারা। ২০০৭-এর সেঅ রাত ফিরবে ২০২৪-এ। অপেক্ষায় ১৫০ কোটির দেশ।
বাংলা খবর/ খবর/খেলা/
India vs South Africa: ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ বিশ্বকাপ ফাইনাল নিয়ে সৌরভের ভবিষ্যদ্বাণী! কী বললেন দাদা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement