শুক্রবার সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। সকাল থেকেই একদিক থেকে নিজের ইনিংস চালিয়ে যান যশস্বী। কিন্তু অপরদিক, রোহিত শর্মা, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, রজত পাতিদার, অক্ষর প্যাটেলরা সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। সবথেকে ব়ড় পার্টনারশিপ হয়েছে যশস্বীর শ্রেয়স আইয়ারের সঙ্গে। দুজন মিলে জুটিতে ৯০ রান যোগ করেন।
advertisement
সকাল থেকেই ঠান্ডা মাথায় ব্যাট করার পাশাপাশি বাজে বলে প্রহার করতে কোনও ভয় পাননি যশস্বী। লাঞ্চের আগে হাফ সেঞ্চুরি ও চা বিরতির আগে শতরান পূরণ করেন যশস্বী জয়সওয়াল। এটি টেস্ট কেরিয়ারে যশস্বীর দ্বিতীয় টেস্ট শতরান। ৬টি টেস্ট খেলে ২টি শতরান হাঁকিয়ে ফেললেন যশস্বী। ১৫১ বলে শতরান পূরণ করেন জয়সওয়াল। তারপরও নিজের ইনিংস চালিয়ে যান তরুণ বাঁ হাতি ব্যাটার।
আরও পড়ুনঃ Ravichandran Ashwin: সূবর্ণ সুযোগ অশ্বিনের সামনে! ইংল্যান্ডের বিরুদ্ধে গড়তে পারেন ৫টি মহারেকর্ড
একদিকে যেখানে যশস্বী ইংল্যান্ড বোলারদের শাসন করেছেন, তখন অন্যান্য কোনও ব্যাটার ৪০ রানের গণ্ডি টপকাতে পেরোয়নি। যশস্বী ছাড়া প্রথম দিনে অন্যান্য ব্যাটারদের স্কোর রোহিত ১৪, শুভমান ৩৪, শ্রেয়স ২৭, রজত ৩২, অক্ষর ২৭ ও এসকে ভর ১৭ রান করেন। সেখানে ভারতের ৩৩৬ রানের মধ্যে যশস্বী একাই ১৭৯ রান। প্রথম দিনে ১৭টি চার ও ৫টি ছয় মেরেছেন যশস্বী। দ্বিতীয় দিনেও যশস্বীর ব্যাটে ভর করেই বড় স্কোরের আশা করছে ভারত।