সিরিজ জয়কে অগ্রাধিকার না বিশ্বকাপের আগে আরেকপ্রস্থ এক্সপেরিমেন্ট? ভ্যালেন্টাইন্স ডে-র বিশাখাপত্তনমে এটাই ধোনি-শাস্ত্রীদের সামনে আসল চ্যালেঞ্জ। পুণের ৫ উইকেটে হার থেকে ঘুরে দাঁড়িয়ে রাঁচিতে ৬৯ রানে ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে টিম ইন্ডিয়া। টি-২০ ফর্ম্যাটে ৬৯ রানে জয় বিশাল মার্জিন। রাজশেখর রেড্ডির নামাঙ্কিত স্টেডিয়ামে ধোনিরা জিতলে পুণে নিছকই একদিনের দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হবে। একইসঙ্গে আত্মবিশ্বাসে চাঙ্গা হয়েই পদ্মাপারে এশিয়া কাপ খেলতে রওনা দিতে পারবে ভারত।
advertisement
এমনিতে ধারে-ভারে এই শ্রীলঙ্কায় ভীতিপ্রদ কিছু নেই। দিলশানের ব্যাট না চললে চান্দিমল। বাকি কাপুগেদেরা, গুণতিলকেদের নিয়ে চিন্তিত নয় ভারতীয় বোলিং। ডেথে বল জায়গায় রাখছেন নেহরা, বুমরাহ। পরীক্ষার খাতিরে এই ম্যাচে পবন নেগিকে পরখ করতে গেলে বসাতে হবে হার্দিক পাণ্ডিয়াকে। হার্দিক আবার আগের ম্যাচেই বিস্ফোরক ইনিংস খেলে বসে আছেন।
বিশাখাপত্তনমের মাঠ ভারতীয়দের জন্য যথেষ্ট পয়াই বলা যেতে পারে ৷ ছ’টা ওয়ান-ডে খেলে চারটে জিতেছে ভারত। একটা পরিত্যক্ত। তিন বছর আগে একটাই টি-২০ ম্যাচ ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ছিল কারণ, এক বলও খেলা হয়নি। পুণের মত থমকে আসা উইকেট নয়। ভাইজ্যাগে স্ট্রোক প্লেয়ারদের আদর্শ ২২ গজ। তাই রবিবার প্রেমের দিনেও খুনে মেজাজে মাঠে নামতে মরিয়া ভারতীয় ব্যাটিং।
