TRENDING:

কীসের ভদ্রতা! ম্যাচ জিততে দীপ্তির ‘এই’ কাণ্ড, মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন, রইল ভিডিও

Last Updated:

‘‘হোয়াই দ্য হেল আর ইউ ট্রেন্ডিং অশ্বিন’’- ট্যুইটারে বোমা অশ্বিনের...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: যুদ্ধে ও প্রেমে কোনও নীতি হয় না- একটা প্রচলিত প্রবাদ৷ ভারতীয় মহিলা দল বনাম ইংল্যান্ড মহিলা দলের ম্যাচে দীপ্তি শর্মাকে নিয়ে আলোচনার ঝড় শুরু হয়েছে৷ অথচ তিনি কিন্তু ক্রিকেট রুল বুকের কোনও নিয়ম ভাঙা কাজ করেননি৷ ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা৷ সেই নিয়ম মেনে মানকড় আউটকে খুব একটা ভদ্রলোকের বলা হয় না৷ কিন্তু ম্যাচ জেতার জন্য শেষ উইকেট তুলে নিয়ে দীপ্তি শর্মা দলকে হোয়াইট ওয়াশে সাহায্য করেন৷
 Ind w vs Eng w: ravichandran ashwin lauds deepti sharma
Ind w vs Eng w: ravichandran ashwin lauds deepti sharma
advertisement

শনিবার লর্ডসের মাঠে  ভারত ও ইংল্যান্ডের উত্তেজনাপূর্ণ ওয়ান ডে যেভাবে দীপ্তি শর্মা শেষ করেছেন, তার কারণে তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছেন। আসলে ইংল্যান্ড জয়ের লক্ষ্যে দৌড়চ্ছিল, দীপ্তি যখন ৪৪ তম ওভারের তৃতীয় বল করার সময় এগোচ্ছিলেন তিনি বল করার আগেই চার্লি ডিন বোলিং এন্ড থেকে অনেকটা এগিয়ে যান এবং ভারতীয় বোলার দীপ্তি শর্মা তাঁকে  রান আউট করে দেন। এভাবে নন  স্ট্রাইকার এন্ডের প্লেয়ারকে আউটতে মানকডিং বলে৷ যেহেতু ভিনু মানকড় প্রথমবার এভাবে আউট হয়েছিলেন৷

advertisement

আরও পড়ুন -  Durga Puja 2022: কৃষককে পুজোর মধ্য দিয়ে মহাপঞ্চমীর সন্ধ্যাবেলা শুরু হবে পুজো

দেখে নিন কীভাবে তাৎক্ষণিক ক্ষিপ্রতায় ম্যাচ জেতান দীপ্তি শর্মা, ভাইরাল ভিডিও...

advertisement

কেউ কেউ এটাকে ক্রিকেট খেলার জেন্টলসম্যান গেমের তকমার  বিরুদ্ধে৷  আবার অনেকে বলেছেন যে এটি আইসিসির নিয়ম অনুযায়ী হয়েছে এবং সে কারণেই এটি 'রানআউট', মানকডিং নয়।

এদিকে, দীপ্তির পাশাপাশি এদিন ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও ট্যুইটারে ট্রেন্ড করতে শুরু করেন। এদিকে  অশ্বিনও এই ঘটনায় প্রতিক্রিয়া জানাতে দেরি করেননি। অশ্বিনও আইপিএল ২০১৯ এ (আইপিএল)  এইভাবে আউট করে দিয়েছিলেন এরপর প্রচুর বিতর্ক হয়৷  বোলার সম্পূর্ণরূপে বল না করা পর্যন্ত নন-স্ট্রাইকারকে ক্রিজের ভিতরে থাকা উচিত কিনা এই নিয়ে মুখ খুলেছিলেন অশ্বিন৷

advertisement

রাজস্থান রয়্যালসের হয়ে খেলা ইংল্যান্ডের জস বাটলারকে ধূর্তভাবে রানআউট করেছিলেন তিনি। অশ্বিন তখন পাঞ্জাব কিংসের (তখন কিংস ইলেভেন পাঞ্জাব) অধিনায়ক ছিলেন।

লর্ডসে দীপ্তি শর্মা যা করেছিলেন, অশ্বিন একটি ট্যুইটে ভারতীয় অলরাউন্ডারের প্রশংসা করেছেন এবং তাকে 'বোলিং হিরো' বলেছেন।  অশ্বিন লিখেছেন, 'আপনারা কেন অশ্বিনকে ট্রেন্ড করাচ্ছেন ? আজকের রাত আরেক বোলিং নায়ক দীপ্তি শর্মাকে নিয়ে।

advertisement

ম্যাচের শেষে এসে, অলরাউন্ডার দীপ্তি শর্মা এবং ওপেনার স্মৃতি মান্ধানার হাফ সেঞ্চুরির পরে, রেনুকা সিংয়ের নেতৃত্বে বোলাররা শনিবার  তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিকে কম স্কোরিং থ্রিলারে ভারতকে ১৬ রানে হারিয়ে। এই প্রথমবার ইংল্যান্ডের মাটিতে হোয়াইট ওয়াশ করতে পারলেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

লর্ডসে ভারতের ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রেণুকা (২৯ রানে ৪ উইকেট), ঝুলন গোস্বামী (৩০ রানে ২ উইকেট), এবং রাজেশ্বরী গায়কওয়াড়ের (৩৮ রানে ২ উইকেট) তুখোড়  বোলিংয়ে ইংল্যান্ড ৪৩.৩ ওভারে ১৫৩ রানে গুটিয়ে যায়। ৩-০ ব্যবধানে সিরিজ জেতে ভারত।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
কীসের ভদ্রতা! ম্যাচ জিততে দীপ্তির ‘এই’ কাণ্ড, মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন, রইল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল