বর্তমানে ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের জন্য কলকাতায়া রয়েছেন গৌতম গম্ভীর। দিল্লির ছেলে গম্ভীর এমন ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শোকাহত, মর্মাহত। গৌতম গম্ভীর এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করে এক্সে লিখেছেন, “দিল্লিতে বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় অত্যন্ত মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” তাঁর বার্তায় দেশজুড়ে অনেকেই সহমর্মিতা প্রকাশ করেছেন।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণটি ঘটে একটি ধীরে চলা গাড়িতে, যা ট্রাফিক সিগন্যালে থেমে ছিল। গাড়িটিতে যাত্রীরাও ছিলেন, এবং বিস্ফোরণের ফলে তাদের কেউ কেউ ঘটনাস্থলেই মারা যান। গাড়িটি হরিয়ানার ছিল, যা এখন তদন্তের মূল কেন্দ্রে রয়েছে। দিল্লি পুলিশ কমিশনার জানিয়েছেন, “আমরা প্রতিটি দিক খতিয়ে দেখছি, কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া হচ্ছে না।”
ঘটনার পরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিস্থিতি পর্যালোচনা করেন এবং তদন্তের নির্দেশ দেন। তিনি বলেন, “আমরা সব দিক থেকে তদন্ত করছি, দোষীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।” এনআইএ ও এনএসজি ইতিমধ্যেই তদন্তে নেমেছে। প্রাথমিকভাবে বিস্ফোরণটি পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে সমগ্র দেশে। মুম্বই, কলকাতা, জয়পুর, হরিয়ানা, পঞ্জাব, হায়দরাবাদ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও বিহারে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিহারে দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণের আগে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেরালাতেও পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং দেশের সব প্রধান রেলস্টেশনে কড়া তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় গোটা দেশজুড়ে উদ্বেগের ছায়া নেমে এসেছে।
