টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) ট্যুইট করে বলেছেন, ‘‘শাবাস বাংলার সুলতান মহম্মদ শামি, দেখে মজা এসে গেল, বিরিয়ানি, দুই দিন বাদে মেহেনতের ফল৷ ভগবান খুশি রাখুন৷’’
শাস্ত্রী ছাড়াও ভারতীয় ওয়ানডে আর টি টোয়েন্টি দলের অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma) রয়েছেন৷ তিনিও মহম্মদ শামির (Mohammed Shami 200) শানদার বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন৷ তিনি ট্যুইট করে বলেছেন, ‘‘দুশো স্পেশাল নম্বর৷ ’’ রোহিত নিজে ওয়ানডে-তে তিনবার ২০০ রান করেছেন৷
advertisement
আরও পড়ুন - Bikini তে মাতোয়ারা করে দিচ্ছেন Bollywood সুন্দরীরা, সাদা মাখন শরীরে বুঁদ নেটিজেনরা
রোহিত ও হরভজন তারিফ করেছেন
রবি শাস্ত্রী (Ravi Shastri) ও রোহিত শর্মা ছাড়াও সমস্ত ক্রিকেট থেকে সদ্য সদ্য রিটায়েরমেন্ট নেওয়া হরভজন সিং (Harbhajan Singh) শামির ভূয়সী প্রশংসা করেছেন৷ তিনি ট্যুইট করে বলেছেন, ‘‘ওয়েল ডান মহম্মদ শামি ২০০ উইকেট (Mohemmed Shami 200) , দমদার বোলিং৷’’ প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ লিখেছেন, ‘‘মহম্মদ শামি দুনিয়ার সবচেয়ে আন্ডাররেটেড বোলার৷ ভাইকে হালকাভাবে নেবেন না৷ এই তো হেভি ড্রাইভার৷ শামি-বুমরাহ, অ্যান্ডারসন, কামিন্সের মতোই গুণী৷’’
শামি ২০০ উইকেট (Mohammed Shami 200) নেওয়া ১১ ভারতীয়
আরও পড়ুন - Hot Viral Photo: বুকের কাছে শুধুই হুক কী আর যৌবন ধরে রাখতে পারে! নিয়া শর্মা-র ছবিতে আগুন, দেখুন ফটো
মহম্মদ শামি সেঞ্চুরিয়নে টেস্টের তৃতীয় দিনে শানদার বোলিং করেন৷ তিনি ৪৪ রান দিয়ে ৫ উইকেট নেন৷ শামি দ্বিতীয়বার প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া বোলার হলেন৷ পাশাপাশি টেস্টে ২০০ উইকেটের মালিক হওয়া ১১ তম বোলার হলেন৷ তাঁর স্ট্রাইক রেট ভারতের টেস্টে উইকেট নেওয়া অনিল কুম্বলে (৬১৯), কপিল দেব (৪৩৪) থেকে বেশি৷ কুম্বলের স্ট্রাইকরেট ৬৫.৯, কপিল দেবের ৬৩.৯ ৷ আর মহম্মদ শামি ৪৯.৪ স্ট্রাইকরেটে ২০০ উইকেটের মালিক হন৷