ঋষভ পন্থকে কেন বিশ্বকাপে তিন নম্বরে ব্যাট করতে পাঠানো হচ্ছে তাও জানিয়েছেন তিনি। রোহিত বলেছিলেন যে তিনি আইপিএলে দিল্লি ক্যাপিটাল্সের জার্সিতে পন্থকে তিন নম্বরে ব্যাট করতে দেখেছেন, তাই তিনি পন্থকে বিশ্বকাপেও এই পজিশনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।
নিউইয়র্কের পিচগুলো চ্যালেঞ্জিং বলে মেনে নিয়েছেন রোহিত। তিনি বলেন, এই উইকেট চ্যালেঞ্জিং। এমনকি কিউরেটররাও সঠিকভাবে জানতেন না যে পিচ কেমন হবে।
—- Polls module would be displayed here —-
রোহিত শর্মা ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি বলেন, ‘আমি কিছু আইপিএল ম্যাচে ঋষভ পন্থকে তিন নম্বরে ব্যাট করতে দেখেছি। তখনই ভাবলাম। এটা শুধু ব্যাটিং -র ব্যাপার। পন্থের পাল্টা আক্রমণের দক্ষতা আমাদের কাজে লাগবে। এ কারণে বাইরে বসতে হয়েছে যশস্বী জয়সওয়ালকে।’’
আইপিএলের মাধ্যমে প্রায় ১৪ মাস পর ক্রিকেটে ফিরেছেন ঋষভ পন্থ। গাড়ি দুর্ঘটনার পর, তাঁকে আইপিএলের ১৭ তম সংস্করণে দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়কত্ব করতে দেখা গেছে।
এই সময়ের মধ্যে, তিনি অনেক ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে এসেছেন রোহিত শর্মা আরও বলেছেন ‘যে ওপেনার ছাড়া দলে কোনও নির্দিষ্ট ব্যাটিং অর্ডার নেই। সুপার ওভার না হলে, আমরা এতে ফ্লেক্সিবিলিটি রাখতে চাই।’