Ind vs Pak: ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে হঠাৎ ধাক্কা, বিশ্রী বাউন্স করা বল লাফিয়ে লাগল রোহিতের গ্লাভসে, রেগে কাঁই বিসিসিআই

Last Updated:
ICC T20 World Cup 2024: আইসিসিকে নিজেদের না পসন্দের কথা জানিয়ে দিল বিসিসিআই
1/5
: রাত পোহালেই ভারত বনাম পাকিস্তান ম্যাচ। তার আগে ভারতীয় ক্যাম্পে আঘাত। ঘটনাটি ঘটেছে শুক্রবার ক্যান্টিয়াগ পার্কে যখন ভারতের শ্রীলঙ্কার থ্রোডাউন বিশেষজ্ঞ নুয়ান সেনেভিরত্নে তাঁকে বল করছিলেন। হঠাৎ বলটি বিশ্রী বাউন্স নিয়ে রোহিতকে আঘাত করে।
: রাত পোহালেই ভারত বনাম পাকিস্তান ম্যাচ। তার আগে ভারতীয় ক্যাম্পে আঘাত। ঘটনাটি ঘটেছে শুক্রবার ক্যান্টিয়াগ পার্কে যখন ভারতের শ্রীলঙ্কার থ্রোডাউন বিশেষজ্ঞ নুয়ান সেনেভিরত্নে তাঁকে বল করছিলেন। হঠাৎ বলটি বিশ্রী বাউন্স নিয়ে রোহিতকে আঘাত করে।
advertisement
2/5
ভারতীয় টিম ম্যানেজমেন্ট সরকারিভাবে না হলেও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে অভিযোগ করেছে এ ধরণের পিচে অনুশীলন দেওয়ার জন্য।  অধিনায়ক রোহিত শর্মা একটি ট্রেনিং সেশনের সময় নেটে ব্যাট করার সময় বলটি হঠাৎ লাফিয়ে উঠে তাঁর গ্লাভসে আঘাত করে এমনটাই জানা যাচ্ছে রিপোর্ট থেকে। Photo Courtesy- Twitter 
ভারতীয় টিম ম্যানেজমেন্ট সরকারিভাবে না হলেও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে অভিযোগ করেছে এ ধরণের পিচে অনুশীলন দেওয়ার জন্য।  অধিনায়ক রোহিত শর্মা একটি ট্রেনিং সেশনের সময় নেটে ব্যাট করার সময় বলটি হঠাৎ লাফিয়ে উঠে তাঁর গ্লাভসে আঘাত করে এমনটাই জানা যাচ্ছে রিপোর্ট থেকে। Photo Courtesy- Twitter 
advertisement
3/5
আঘাত পাওয়ার পরেই রোহিত নেট থেকে উঠে যান  কয়েক মুহূর্ত পরে অনুশীলনে ফিরে আসেন৷  ভারতীয় অধিনায়ক কিছু সময়ের জন্য ব্যথায় ভোগেন৷  ফিজিওর কাছ থেকে কিছু ওষুধ নেন৷ Photo Courtesy- Twitter 
আঘাত পাওয়ার পরেই রোহিত নেট থেকে উঠে যান  কয়েক মুহূর্ত পরে অনুশীলনে ফিরে আসেন৷  ভারতীয় অধিনায়ক কিছু সময়ের জন্য ব্যথায় ভোগেন৷  ফিজিওর কাছ থেকে কিছু ওষুধ নেন৷ Photo Courtesy- Twitter 
advertisement
4/5
এই প্রথম নয়, নিউইয়র্কের পিচের অসম বাউন্সের শিকার হয়েছেন রোহিত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলায়, জোশুয়া লিটলের  ডেলিভারিতে ভারতীয় অধিনায়ক কাঁধে আঘাত পান।
এই প্রথম নয়, নিউইয়র্কের পিচের অসম বাউন্সের শিকার হয়েছেন রোহিত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলায়, জোশুয়া লিটলের  ডেলিভারিতে ভারতীয় অধিনায়ক কাঁধে আঘাত পান।
advertisement
5/5
সঙ্গে সঙ্গে ব্যথা অনুভব করেন এবং রিটায়র্ড হার্ট হয়ে  মাঠের বাইরে চলে যান। শুধু রোহিত নন, একই বোলারের আঘাতে ধাক্কা খেয়েছিলেন ঋষভ পন্থও৷
সঙ্গে সঙ্গে ব্যথা অনুভব করেন এবং রিটায়র্ড হার্ট হয়ে  মাঠের বাইরে চলে যান। শুধু রোহিত নন, একই বোলারের আঘাতে ধাক্কা খেয়েছিলেন ঋষভ পন্থও৷
advertisement
advertisement
advertisement