টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। কিন্তু এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করতে থাকে পাকিস্তান ব্যাটাররা। দলকে ভাল শুরু দেন সাহিবজাদা ফারহান ও ফখর জমান। যদিও ফখর জমান বড় রান পাননি। ১৫ রান করে হার্দিক পান্ডিয়ার শিকার হন তিনি। এরপর ফারহান ও সাইম আয়ূব মিলে দলকে মজবুত ভিত গড়ে দেন। ৭২ রানের পার্টনারশিপ করেন দুজনে। অর্ধশতরান করেন ফারহান। যদিও ভারতীয় দল এদিন খারাপ ফিল্ডিং করেন। ফারহান ৩টি ক্যাচ মিস হয়।
advertisement
দ্বিতীয় উইকেটে পার্টনারশিপ ভাঙার পর ভারতীয় দল ফের ম্যাচে ফেরে। ভারতের প্রথম সারির বোলাররা যেখানে ব্যর্থ হচ্ছিলেন উইকেট নিতে, তখন সূর্যকুমার যাদবের গ্যাম্বেল কাজ করে যায়। ভারতকে সাফল্য এনে দেন শিবম দুবে। ২১ রানে সাজঘরে ফেরান সাইম আয়ূবকে। এরপর নিয়মিত ব্যবধানে আরও দুটি উইকেট হারায় পাকিস্তান। রানের গতিবেগ অনেকটাই কমে যায়।
আরও পড়ুনঃ Rohit Sharma: হঠাৎ করে ‘ভারতীয় দলে’ প্রবেশ রোহিত শর্মার! তারপর যা ঘটল…
১০ রান করে কুলদীপ যাদবের শিকার হন হুসেইন তালাত। এরপর সেট ব্যাটার সাহিবজাদা ফারহানকে ৫৮ রানে আউট করেন শিবম দুবে। শেষের দিকে কিছুটা রানের গতি বাড়ানোর চেষ্টা করেন সলমন আলি আঘা ও মহম্মদ নওয়াজ। জুটিতে ৩৪ রান যোগ করে ব্যক্তিগত ২১ রানে রান আউট হন নওয়াজ। শেষের দিকেও আরও ২টি ক্যাচ ফেলে ভারত। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান করে পাকিস্তান। সলমন আলা আঘা ১৭ ও ফাহিম আশরাফ ২০ রানে অপরাজিত থাকেন।