Rohit Sharma: হঠাৎ করে 'ভারতীয় দলে' প্রবেশ রোহিত শর্মার! তারপর যা ঘটল...
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rohit Sharma: ভারতীয় একদিনের ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা সম্প্রতি বেঙ্গালুরুতে অবস্থিত বিসিসিআইয়ের সেন্টার অফ অ্যাক্সেলেন্স পরিদর্শন করেন।
ভারতীয় একদিনের ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা সম্প্রতি বেঙ্গালুরুতে অবস্থিত বিসিসিআইয়ের সেন্টার অফ অ্যাক্সেলেন্স পরিদর্শন করেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজের প্রস্তুতির মাঝেও তিনি তরুণ ক্রিকেটারদের সময় দেন। বিশেষ করে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের সঙ্গে এক অন্তরঙ্গ আলোচনায় তিনি তার অভিজ্ঞতা, পরিশ্রম, শৃঙ্খলা এবং সাফল্যের গল্প শেয়ার করেন।
এই সাক্ষাৎ তরুণ ক্রিকেটারদের জন্য ছিল এক বিশাল অনুপ্রেরণার উৎস। রোহিত শুধুমাত্র কৌশলগত পরামর্শ দেননি, বরং ক্রিকেটে টিকে থাকার জন্য যে মানসিক দৃঢ়তা দরকার, সেটার দিকেও দৃষ্টি আকর্ষণ করেন। বিসিসিআই তাদের সোশ্যল মিডিয়ায় রোহিতের এই সফরের ছবি ও বিবরণ পোস্ট করে লেখে, “পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করছেন! রোহিত শর্মা অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের সঙ্গে তার মূল্যবান অভিজ্ঞতা ও জীবনের পাঠ শেয়ার করেছেন।”
advertisement
রোহিতের সফরের সময় আরেক দৃষ্টিনন্দন মুহূর্ত ছিল মুম্বইয়ের তরুণ খেলোয়াড় আয়ুষ মাথরেকে ব্যাট উপহার দেওয়া। মাথরে ইনস্টাগ্রামে লেখেন, “শুধু একটা উপহার না, এটা একটা অনুপ্রেরণা।” একইসঙ্গে টেস্ট দলের ব্যাটার সরফরাজ খানও রোহিতের সঙ্গে অনুশীলনের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, এমন অভিজ্ঞতা তার জন্য ভীষণ শিক্ষণীয় ছিল।
advertisement
Inspiring the next gen! 🤩
Rohit Sharma shared valuable experiences and life lessons with U19 boys at BCCI CoE 🙌@ImRo45 pic.twitter.com/ByHYGUyK07
— BCCI (@BCCI) September 20, 2025
advertisement
রোহিতের এই উপস্থিতি এমন এক সময়ে এসেছে, যখন ভারতের অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে এবং টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে। তাই রোহিতের কাছ থেকে শেখার এই সুযোগ তরুণদের জন্য সময়োচিত এবং প্রয়োজনীয় এক অনুপ্রেরণা হয়ে উঠেছে।
আরও পড়ুনঃ এশিয়া কাপের মাঝেই ভারতীয় দলে ধাক্কা! সামনে গুরুত্বপূর্ণ একাধিক ম্যাচে খেলবেন না মহাতারকা! বড় আপডেট
advertisement
বর্তমানে রোহিত পুরোপুরি ওয়ানডে ফরম্যাটেই মনোনিবেশ করেছেন, কারণ তিনি চলতি বছর টেস্ট ও টি২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ১১,০০০-এরও বেশি রান এবং ৩২টি শতরানের মালিক এই কিংবদন্তি ক্রিকেটার তার অভিজ্ঞতা দিয়ে আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করছেন, যা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য নিঃসন্দেহে ইতিবাচক এক বার্তা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 21, 2025 6:01 PM IST