TRENDING:

IND vs PAK: ভারত-পাক ম্যাচের শুরুতেই ‘হাসির খোরাক’ ! পাকিস্তানের জাতীয় সঙ্গীতের বদলে বেজে উঠল আইটেম সং ‘জলেবি বেবি’

Last Updated:

DJ plays 'Jalebi Baby' instead of Pakistan National Anthem: পাক ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়েই এদিন ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফিরে যান ভারতীয় ক্রিকেটারেরা। তবে খেলা শুরুর সময়ও একটা হাস্যকর ঘটনার সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবাই: ভারত-পাকিস্তান ম্যাচের শুরুটা যে ভাবে হয়েছিল, শেষটাও সে ভাবেই হল। টসের পর পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। খেলা শেষেও ঠিক তেমন দৃশ্যই দেখা গেল। পাক ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়েই এদিন ড্রেসিংরুমে ফিরে গেলেন ভারতীয় ক্রিকেটারেরা। তবে খেলা শুরুর সময়ও একটা হাস্যকর ঘটনার সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা ৷
পাকিস্তানের জাতীয় সঙ্গীতের বদলে বেজে উঠল আইটেম সং ‘জলেবি বেবি’ Photo: AFP
পাকিস্তানের জাতীয় সঙ্গীতের বদলে বেজে উঠল আইটেম সং ‘জলেবি বেবি’ Photo: AFP
advertisement

ম্যাচের প্রথম বল শুরুর আগেই বিব্রত হয়ে পড়েছিল সলমন আলি আঘার নেতৃত্বাধীন পাক শিবির। ম্যাচ শুরুর সময় দুই দল যখন জাতীয় সঙ্গীতের জন্য সারিবদ্ধভাবে মাঠে দাঁড়ায়। তখনই ডিজের চরম ভুলে হাসির খোরাক হল টিম পাকিস্তান। পাকিস্তানের জাতীয় সঙ্গীত বাজানোর জায়গায় বেজে উঠল ‘জলেবি বেবি’ গান ৷ বেশ কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী হয় গানটি ৷ তারপর নিজের ভুল বুঝতে পেরে ডিজে গান বদলে পাকিস্তানের জাতীয় সঙ্গীত বাজান ৷ কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে ৷ গানটি প্রায় ছয় সেকেন্ড ধরে গান চলার পর বন্ধ করা হয়, শুরু হয় পাকিস্তানের জাতীয় সঙ্গীত।

advertisement

আরও পড়ুন– সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত ! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের ভাইরাল ভিডিওয়

advertisement

আরও পড়ুন- সাপ্তাহিক রাশিফল ১৫- ২১ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সলমন আঘা। ভারত ও পাকিস্তান দুই দলই তাদের আগের ম্যাচগুলি থেকে অপরিবর্তিত দল মাঠে নামিয়েছিল। যদিও পাক অধিনায়কের সিদ্ধান্ত শাপে বর হয় সূর্যকুমার যাদবদের জন্য়। ভারতীয় বোলারদের সামনে এদিন দাঁড়াতেই পারেনি পাকিস্তান।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK: ভারত-পাক ম্যাচের শুরুতেই ‘হাসির খোরাক’ ! পাকিস্তানের জাতীয় সঙ্গীতের বদলে বেজে উঠল আইটেম সং ‘জলেবি বেবি’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল