ম্যাচের প্রথম বল শুরুর আগেই বিব্রত হয়ে পড়েছিল সলমন আলি আঘার নেতৃত্বাধীন পাক শিবির। ম্যাচ শুরুর সময় দুই দল যখন জাতীয় সঙ্গীতের জন্য সারিবদ্ধভাবে মাঠে দাঁড়ায়। তখনই ডিজের চরম ভুলে হাসির খোরাক হল টিম পাকিস্তান। পাকিস্তানের জাতীয় সঙ্গীত বাজানোর জায়গায় বেজে উঠল ‘জলেবি বেবি’ গান ৷ বেশ কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী হয় গানটি ৷ তারপর নিজের ভুল বুঝতে পেরে ডিজে গান বদলে পাকিস্তানের জাতীয় সঙ্গীত বাজান ৷ কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে ৷ গানটি প্রায় ছয় সেকেন্ড ধরে গান চলার পর বন্ধ করা হয়, শুরু হয় পাকিস্তানের জাতীয় সঙ্গীত।
advertisement
টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সলমন আঘা। ভারত ও পাকিস্তান দুই দলই তাদের আগের ম্যাচগুলি থেকে অপরিবর্তিত দল মাঠে নামিয়েছিল। যদিও পাক অধিনায়কের সিদ্ধান্ত শাপে বর হয় সূর্যকুমার যাদবদের জন্য়। ভারতীয় বোলারদের সামনে এদিন দাঁড়াতেই পারেনি পাকিস্তান।