TRENDING:

IND vs PAK: সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত ! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের ভাইরাল ভিডিওয়

Last Updated:

IND vs PAK Asia Cup 2025: সূর্যকুমার যাদব পহেলগাঁও সন্ত্রাসী হামলা এবং অপারেশন সিঁদুরের কথা তোলায় শোয়েব আখতার রেগে যান। তাঁর কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসে। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে লাইভ শো চলাকালীন তাঁর কষ্ট স্পষ্টভাবে দেখা যাচ্ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
করাচি: দুবাইতে ভারত পাকিস্তানকে হারিয়েছে, কিন্তু মাঠেই বিষয়টি শেষ হয়নি, এর প্রভাব ইসলামাবাদ পর্যন্ত গিয়ে পড়েছে। রবিবার রাতে এশিয়া কাপে টিম ইন্ডিয়া প্রায় একতরফা জয় পেয়েছে বললেই হয়। ২৫ বলে ৭ উইকেট নিয়ে ম্যাচটি জেতার পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এই জয় ভারতীয় সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করেছেন। স্পষ্টতই প্রাক্তন পাকিস্তানি খেলোয়াড় শোয়েব আখতারের ব্যাপারটা পছন্দ হয়নি।
সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত !
সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত !
advertisement

সূর্যকুমার যাদব পহেলগাঁও সন্ত্রাসী হামলা এবং অপারেশন সিঁদুরের কথা তোলায় শোয়েব আখতার রেগে যান। তাঁর কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসে। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে লাইভ শো চলাকালীন তাঁর কষ্ট স্পষ্টভাবে দেখা যাচ্ছিল।

আরও পড়ুন– সাপ্তাহিক রাশিফল ১৫- ২১ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

advertisement

পাকিস্তানের একটি টিভি চ্যানেলে শোয়েব আখতার বলেছিলেন, “ভারত ভাল খেলেছে, কিন্তু এটা ক্রিকেট ম্যাচ, এটাকে রাজনৈতিক বিষয় করে তুলবেন না। আমরা আপনাদের জন্য ভাল কথা বলছি। আমরা আপনাদের জন্য একটা বড় বিবৃতিও দিয়েছি। করমর্দন করুন। কোনও সমস্যা নেই। মারামারি চলতেই থাকে। ঘরে ঘরেই হয়। আমি যদি মাঠে থাকতাম, তাহলে অবশ্যই করমর্দন করতাম।”

advertisement

এর আগে সূর্যকুমার ম্যাচের পরে সম্প্রচারকদের বলেছিলেন, ‘‘আমি মনে করি এটি একটি দুর্দান্ত সুযোগ, আমরা পহেলগাঁও সন্ত্রাসী হামলার শিকার এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়েছি, আমাদের সংহতি প্রকাশ করেছি। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আজকের জয় আমাদের সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করতে চাই যাঁরা অদম্য সাহস দেখিয়েছেন, আশা করি যে তাঁরা আমাদের অনুপ্রাণিত করবেন এবং যখনই আমরা সুযোগ পাব, আমরা মাঠ থেকে তাঁদের হাসিমুখের আরও কারণ দেব।’’

advertisement

আরও পড়ুন– দক্ষিণের ৫ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও

ম্যাচ শেষ হওয়ার পরেও ভারতীয় দল পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন না করার সিদ্ধান্ত অক্ষুণ্ণ রাখে। টসের সময়ও সূর্যকুমার যাদব এবং সলমন আলি আগা করমর্দন করেননি। সূর্যকুমার যাদব আরও বলেন যে এই জয় তাঁর জন্মদিনে দেশবাসীর জন্য একটি রিটার্ন গিফট। সূর্যকুমার বলেন, “এই জয়টা একটা আনন্দের অনুভূতি এবং এই জয় ভারতের জন্য আমার তরফ থেকে একটা রিটার্ন গিফট। আমি সবসময় শেষ পর্যন্ত ক্রিজে থাকার চেষ্টা করি এবং আজ ম্যাচটি শেষ করতে পেরে আমি খুশি। আমরা প্রতিটি প্রতিপক্ষ দলের জন্য একই কৌশল নিয়ে চলছি। কয়েক মাস আগে ভারতীয় দল অনেক স্পিনার নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল এবং এখান থেকেই সব কিছু শুরু হয়েছিল। আমি স্পিনারদের একজন ভক্ত।”

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK: সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত ! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের ভাইরাল ভিডিওয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল