ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব ম্যাচশেষে এক বিবৃতিতে জানান, এই জয়টি ভারতের সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করা হয়েছে। তিনি বলেন, “আমরা এখানে শুধুই খেলতে এসেছিলাম। আমরা খেলার মধ্য দিয়ে তাদের জবাব দিয়েছি। কিছু বিষয় স্পোর্টসম্যানশিপের উর্ধ্বে। ‘অপারেশন সিন্দুর’-এ অংশ নেওয়া সেনাবাহিনী এবং পহেলগাঁও হামলায় নিহতদের পরিবারদেরও পাশে আছি আমরা।”
এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় নির্বাচারে গুলি করে ভারতীয়দের হত্যা করা হয়। এর জবাবে ভারত সরকার সীমান্ত পারের সন্ত্রাসী ঘাঁটিতে ‘অপারেশন সিন্দুর’ পরিচালনা করে। এই ঘটনার পর ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক আরও খারাপ হয়ে পড়ে এবং ম্যাচ বয়কটের ডাক ওঠে। তবুও ম্যাচটি সম্পন্ন হয়, যেখানে ৮৫% দর্শকই ছিলেন ভারতীয় সমর্থক।
advertisement
মাঠে ভারতের স্পিনাররা দারুণ পারফর্ম করেন। অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী পাকিস্তানের ব্যাটসম্যানদের পুরোপুরি দিশেহারা করে দেন। পাকিস্তান মাত্র ১২৭ রানে থেমে যায়, যা ছিল ম্যাচের প্রেক্ষাপটে অন্তত ৫০ রান কম।
আরও পড়ুনঃ IND vs PAK: ‘ওদের তো কোনও ক্লাস নেই…’! জেতার পর পাকিস্তানকে চরম ‘অপমান’ ভারতীয় ক্রিকেটারের!
শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবের একটি বিশাল ছক্কায় ভারত জয় নিশ্চিত করে। কিন্তু ম্যাচের পর পাকিস্তান দলের করমর্দনের আহ্বানে সাড়া না দিয়ে ভারত স্পষ্ট করে দিয়েছে যে, কিছু জবাব শুধু খেলার মধ্যেই নয়, নীরব অবস্থান নিয়েও দেওয়া যায় — বিশেষ করে যখন তা দেশের গৌরব এবং আত্মত্যাগের প্রশ্ন।