চোট সত্ত্বেও সাহসিকতার পরিচয় দিয়ে সুন্দর ব্যাট করতে নামেন ৮ নম্বরে। ভারতের ইনিংসে চাপের মুহূর্তে তিনি কেএল রাহুলের সঙ্গে গুরুত্বপূর্ণ ২৭ রানের জুটি গড়েন এবং অপরাজিত থাকেন। ৩০১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে এই জুটি ভারতকে ম্যাচে টিকিয়ে রাখে। পরে রাহুল জানান, সুন্দরের অস্বস্তির বিষয়টি তিনি জানলেও চোট যে এতটা গুরুতর, তা তিনি বুঝতে পারেননি। তবু চোট নিয়েই দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
advertisement
ম্যাচ শেষে ভারত অধিনায়ক শুভমন গিল জানান, সুন্দরের সাইড স্ট্রেন হয়েছে এবং স্ক্যানের জন্য পাঠানো হবে। পিটিআই-এর সূত্র অনুযায়ী, বিসিসিআই এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে পাঁজরের চোটের কারণে এই অলরাউন্ডার সিরিজের বাকি ম্যাচগুলিতে খেলতে পারবেন না। এই পরিস্থিতি টিম ম্যানেজমেন্টের কাছে বড় ধাক্কা, কারণ সিরিজের মাঝপথেই দলের কম্বিনেশন নতুন করে সাজাতে হতে পারে।
আরও পড়ুনঃ ভদোদরায় রুদ্ধশ্বাস ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় ভারতের! ৭ রানে সেঞ্চুরি হাতছাড়া বিরাটের
এর মধ্যেই ভারতের চোটের তালিকা আরও দীর্ঘ হয়েছে। এর আগে সাইড স্ট্রেনের কারণে ঋষভ পন্থ সিরিজ থেকে বাদ পড়েন এবং তিলক বর্মা কুঁচকির অস্ত্রোপচারের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচ মিস করবেন। তবে সব বাধা সত্ত্বেও প্রথম ম্যাচে বিরাট কোহলির ৯৩ রান এবং শুভমন গিল ও শ্রেয়স আইয়ারের অর্ধশতরানে ভর করে ভারত চার উইকেটে জয় পায় এবং সিরিজে ১-০ এগিয়ে রয়েছে।
