নিউজিল্যান্ড -৬২
ভারত এগিয়ে ২৬৩ রানে
#মুম্বই: মুম্বই টেস্টে নাটকীয় দ্বিতীয় দিন। সাধারণত টেস্ট ম্যাচের এতটা পট পরিবর্তন হতে সাড়ে তিন বা চার দিন সময় লাগে। কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় দিনেই পলকে পলকে বদলে গেল ম্যাচের চিত্র। নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত বাঁহাতি স্পিনার আজাজ প্যাটেল ১০ উইকেট নিয়ে ইতিহাস তৈরি করেছিলেন। জিম লেকার, অনিল কুম্বলেকে স্পর্শ করেছিলেন। জন্মের শহর মুম্বই তাঁকে দুই হাত ভরিয়ে সাফল্য দিল।
advertisement
আরও পড়ুন - Ajaz Patel 10 wickets : আজাজ প্যাটেলের ১০ উইকেট, স্পর্শ করলেন জিম লেকার, কুম্বলেকে
কিন্তু সেই সাফল্য হজম হল না নিউজিল্যান্ডের। ব্যাট করতে নেমে প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হল ব্ল্যাক ক্যাপ্স। কিছু বুঝে ওঠার আগেই ভারতীয় বোলারদের দাপটে শিরদাঁড়া ভেঙে গেল কিউইদের। আয়ারাম, গয়ারাম পালা লেগে গেল। শুরুতেই নিউজিল্যান্ডের দুই ওপেনার উইল ইয়ং ও টম লাথামকে আউট করলেন মহম্মদ সিরাজ।
১৫ রানে ২ উইকেট পড়ল নিউজিল্যান্ডের। আগুন ঝরালেন মহম্মদ সিরাজ। রস টেলরকেও আউট করলেন তিনি। বাউন্স এবং সুইং আদায় করলেন। নিউজিল্যান্ডের রান ৩ উইকেটে ১৭। নিউজিল্যান্ডের চতুর্থ উইকেটের পতন। ড্যারিল মিচেলকে আউট করলেন অক্ষর পটেল। এলবিডব্লিউ হলেন তিনি। দলের রান ৪ উইকেটে ২৮। রবিচন্দ্রন অশ্বিন আউট করলেন হেনরি নিকোলসকে। প্রথম বলেই বোল্ড করলেন।
৩১ রানে পাঁচ উইকেট পড়ল নিউজিল্যান্ডের। চা বিরতির আগে রচিন রবীন্দ্রকে আউট করলেন জয়ন্ত যাদব। স্লিপে ক্যাচ নিলেন বিরাট কোহলি। চা বিরতিতে দলের রান ৬ উইকেটে ৩৮। কিউয়িদের আবার ধাক্কা দিলেন অশ্বিন। ৮ রানে ফিরলেন ব্লান্ডেল। দ্বিতীয় বলেই ফিরলেন সাউদি। ০ রান করেছেন তিনি। তৃতীয় উইকেট হল অশ্বিনের। এরপর অলরাউন্ডার কাইল জেমিসন এবং সামারভিল মিলে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেন।
বলের লাইনে গিয়ে খেলার চেষ্টা করলেন। চেষ্টা ছিল ফলো অন বাঁচানোর। ফরওয়ার্ড শর্ট লেগ, সিলি পয়েন্ট, লেগ স্লিপ রেখে টানা আক্রমণ চালাল ভারত। সামারভিল মারতে গিয়ে আউট হলেন সিরাজের হাতে ক্যাচ দিয়ে। উইকেট পেলেন অশ্বিন। চারটি উইকেট হয়ে গেল অশ্বিনের।শেষ উইকেট তুলে নিলেন অক্ষর প্যাটেল। জেমিসনের দুর্দান্ত ক্যাচ ধরলেন শ্রেয়স আইআর।