BCCI President 11 vs secretary 11 match : বিসিসিআই এজিএমের আগে ইডেনে ব্যাট হাতে সৌরভের পুরনো ঝলক

Last Updated:
BCCI President 11 vs Secretary 11 match at Eden gardens before AGM. ইডেনে বিসিসিআই এজিএমের আগে ব্যাট হাতে সৌরভের পুরনো ঝলক,খেললেন আজহারউদ্দিন থেকে সচিব জয় শাহ
1/6
সেই চেনা কভার ড্রাইভ। সবুজ মাঠের বুক চিরে পৌঁছে যাচ্ছে বাউন্ডারির বাইরে। ভিন্টেজ সৌরভ
সেই চেনা কভার ড্রাইভ। সবুজ মাঠের বুক চিরে পৌঁছে যাচ্ছে বাউন্ডারির বাইরে। ভিন্টেজ সৌরভ
advertisement
2/6
বাপি বাড়ি যা। স্টেপ আউট করে ছক্কা পৌঁছে গেল গ্যালারিতে। বয়সটা বেড়েছে শুধু। স্কিল একই রয়েছে সৌরভের।
বাপি বাড়ি যা। স্টেপ আউট করে ছক্কা পৌঁছে গেল গ্যালারিতে। বয়সটা বেড়েছে শুধু। স্কিল একই রয়েছে সৌরভের।
advertisement
3/6
সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার সঙ্গে আলোচনা ব্যাট করার সময়। যতক্ষণ মাঠে ছিলেন ফ্ল্যাশব্যাকে নস্টালজিক হতে বাধ্য ক্রিকেটপ্রেমীরা। ক্লাস ইস পার্মনেন্ট
সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার সঙ্গে আলোচনা ব্যাট করার সময়। যতক্ষণ মাঠে ছিলেন ফ্ল্যাশব্যাকে নস্টালজিক হতে বাধ্য ক্রিকেটপ্রেমীরা। ক্লাস ইস পার্মনেন্ট
advertisement
4/6
মহম্মদ আজহারউদ্দিন। এক সময়  ইডেনের বেতাজ বাদশা। নিজের প্রিয় মাঠে ফিরতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক। ব্যাকফুটে স্কয়ার কাট করার চেষ্টা।
মহম্মদ আজহারউদ্দিন। এক সময় ইডেনের বেতাজ বাদশা। নিজের প্রিয় মাঠে ফিরতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক। ব্যাকফুটে স্কয়ার কাট করার চেষ্টা।
advertisement
5/6
বিসিসিআই সচিব জয় শাহ তিনটি উইকেট নিলেন বাঁহাতি স্পিনার হিসেবে। ব্যাট হাতে অপরাজিত থাকলেন ১০ রানে। মন্দ খেলেন না ক্রিকেট।
বিসিসিআই সচিব জয় শাহ তিনটি উইকেট নিলেন বাঁহাতি স্পিনার হিসেবে। ব্যাট হাতে অপরাজিত থাকলেন ১০ রানে। মন্দ খেলেন না ক্রিকেট।
advertisement
6/6
পয়েন্ট দিয়ে স্কয়ার কাট ছিল সৌরভের ইনিংসে। পুরনো টাইমিং যেন কিছুই হারাননি। ৩৫ রান করে ফেললে বেরিয়ে যাওয়ার নিয়ম। মজা করে বসে পড়েছিলেন পিচের ওপর
পয়েন্ট দিয়ে স্কয়ার কাট ছিল সৌরভের ইনিংসে। পুরনো টাইমিং যেন কিছুই হারাননি। ৩৫ রান করে ফেললে বেরিয়ে যাওয়ার নিয়ম। মজা করে বসে পড়েছিলেন পিচের ওপর
advertisement
advertisement
advertisement