হোলকার স্টেডিয়ামে বিরাট কোহলির রেকর্ড খুব একটা স্বস্তিদায়ক নয়। এই মাঠে তিনি মোট চারটি ম্যাচ খেলেছেন এবং গড় ৩৩ রান করে করেছেন মাত্র ৯৯ রান। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এখানে তাঁর সর্বোচ্চ স্কোর মাত্র ৩৬ রান। তবে সাম্প্রতিক সময়ে বিরাট যেভাবে দুর্দান্ত ফর্মে রয়েছেন, তাতে অতীতের পরিসংখ্যান ভেঙে বড় ইনিংস খেলার প্রত্যাশা করাই যায়। গুরুত্বপূর্ণ ম্যাচে বড় খেলোয়াড়দের কাছ থেকে বিশেষ কিছু দেখার আশায় থাকবেন সমর্থকেরা।
advertisement
অন্যদিকে, রোহিত শর্মার হোলকার স্টেডিয়ামের পরিসংখ্যান বেশ ইতিবাচক। এই মাঠে পাঁচটি ম্যাচ খেলে তিনি ৪১ গড়ে মোট ২০৫ রান করেছেন। তাঁর ব্যাট থেকে একটি ঝকঝকে শতরানও এসেছে, সর্বোচ্চ স্কোর ১০১। বড় ম্যাচে রোহিতের অভিজ্ঞতা এবং এই মাঠে তাঁর সাফল্য টিম ইন্ডিয়ার ব্যাটিংকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।
আরও পড়ুনঃ IND vs NZ: এই তথ্য জানলে কেঁপে যাবে কিউইরা! স্বস্তিতে ভারত! এমন কী রয়েছে ইনদওরে? জেনে নিন বিস্তারিত
সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো, ইনদওরের হোলকার স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার অপরাজেয় রেকর্ড। এই মাঠে ভারত সাতটি ওয়ানডে ম্যাচ খেলেছে এবং প্রতিটিতেই জয় পেয়েছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকেও এখানে হারিয়েছে ভারত। এই পরিসংখ্যানই প্রমাণ করে, হোলকার স্টেডিয়াম ভারতের জন্য একপ্রকার সৌভাগ্যের দুর্গ।
