TRENDING:

Team India: 'নেতৃত্ব দিতে রাজি', গিল অধিনায়ক হওয়ার পর মত অপর ভারতীয় তারকার! তাহলে কি দলের অন্দরে অশান্তি?

Last Updated:

Team India: ঘোষিত হয়ে গিয়েছে ভারতের নতুন অধিনায়কের নাম। ভারতীয় ক্রিকেট দলের অপর এক তারকা জানিয়েছেন তিনি ভবিষ্যতে টেস্ট দলের অধিনায়ক হতে আগ্রহী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা সম্প্রতি জানিয়েছেন তিনি ভবিষ্যতে টেস্ট দলের অধিনায়ক হতে আগ্রহী। যদিও ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতীয় টেস্ট দলে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তরুণ ব্যাটসম্যান শুভমান গিল এবং সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন ঋষভ পন্থ। তারপর ৩৬ বছর বয়সী জাদেজা মনে করেন তার দীর্ঘ কেরিয়ারের অভিজ্ঞতা তাকে নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত করে তুলেছে।
News18
News18
advertisement

এক সাক্ষাৎকারে রবীন্দ্র জাদেজা বলেন,তিনি মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো নেতাদের অধীনে খেলেছেন এবং প্রত্যেকের অধিনায়কত্বের ধরন তিনি ভালোভাবেই বুঝেছেন। তিনি উল্লেখ করেন, “আমি জানি একজন খেলোয়াড় কী চায় এবং কীভাবে নেতৃত্ব দিতে হয়। বিভিন্ন অধিনায়কের অধীনে খেলার অভিজ্ঞতা আমার জন্য সম্পদস্বরূপ।”

advertisement

রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে জাদেজা আরও বলেন, “অবশ্যই আমি একদিন ভারতের টেস্ট দলের অধিনায়ক হতে চাই।” অশ্বিনও তার বক্তব্যে জাদেজাকে দুই বছরের জন্য অধিনায়ক করার পক্ষে মত দেন, বিশেষ করে রোহিত শর্মার অবসরের পর নতুন অধিনায়ক খোঁজার সময়ে। যদিও গিল অধিনায়ক হওয়ায় জাদেজার সম্ভাবনা একেবারেই নেই।

আরও পড়ুনঃ Lottery: যারা জানে না, তারা জেতে না! লটারিতে কোটি টাকা জেতার সবচেয়ে সহজ উপায় কী জানেন? ভাগ্য খুলবেই ১০০% গ্যারান্টি!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

জাদেজা আরও বলেন,”টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব তুলনামূলকভাবে সহজ, কারণ এখানে প্রতি বলে সিদ্ধান্ত নেওয়ার চাপ নেই, যা টি-টোয়েন্টিতে থাকে। টেস্টে বোলারের প্রয়োজন অনুসারে ফিল্ডার সেট করা যায়, যা অধিনায়কত্বকে সহজ করে।” এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট যে জাদেজা তার অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতা দিয়ে ভবিষ্যতে ভারতের টেস্ট দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে প্রস্তুত।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Team India: 'নেতৃত্ব দিতে রাজি', গিল অধিনায়ক হওয়ার পর মত অপর ভারতীয় তারকার! তাহলে কি দলের অন্দরে অশান্তি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল