TRENDING:

IND vs ENG: ভারত-ইংল্যান্ড সিরিজের মাঝেই বড় খারাপ খবর! চোটের কারণে ছিটকে গেলেন অধিনায়ক

Last Updated:

IND vs ENG: শুভমান গিল ২৬৯ রানের ইনিংস খেলে একগুচ্ছ রেকর্ড নিজের নামে করেছেন। শুধু পুরুষ দল নয়, ভারতীয় মহিলা ক্রিকেট দলও ২টি ম্যাচ পরপর জিতে ইতিহাস গড়েছে। এরইমাঝে এল বড় খারাপ খবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইংল্যান্ডের মাটিতে ঐতিহাসিক ইনিংস খেলে আলোচনার কেন্দ্রবিন্দুকে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল। বার্মিংহামে ২৬৯ রানের ইনিংস খেলার পর একগুচ্ছ রেকর্ড নিজের নামে করেছেন তিনি। দ্বিতীয় টেস্টে ভাল জায়গায় রয়েছে টিম ইন্ডিয়া। শুধু পুরুষ দল নয়, ভারতীয় মহিলা ক্রিকেট দলও ২টি ম্যাচ পরপর জিতে ইতিহাস গড়েছে। এরইমাঝে এল বড় খারাপ খবর।
News18
News18
advertisement

ভারতের মহিলা ক্রিকেট দলের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। দলের অধিনায়ক ও নির্ভরযোগ্য অলরাউন্ডার ন্যাট সিভার-ব্রান্ট ইনজুরির কারণে সিরিজের তৃতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার, লন্ডনের ওভাল স্টেডিয়ামে। এক্স-রেতে তার চোটের অবস্থা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি সিরিজের বাকি দুই ম্যাচে খেলতে পারবেন কি না।

advertisement

সিভার-ব্রান্টের অনুপস্থিতিতে ইংল্যান্ডের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটার ট্যামি বিউমন্ট, যিনি ২৪৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রাখেন। সিভার-ব্রান্ট সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৬৬ ও ১৩ রান করেছিলেন, তবে দল জয় পায়নি।

আরও পড়ুনঃ Shubman Gill: ২৬৯ রানের এক ইনিংসে ১৫টি বিশ্বরেকর্ড গড়লেন শুভমান গিল, জানলে গর্বিত হবেন আপনিও

advertisement

ইতিমধ্যেই ভারত ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রথম ম্যাচে ৯৭ রানের বড় জয়ের পর, দ্বিতীয় ম্যাচে ২৪ রানে জয় তুলে নেয় তারা। এটি ছিল ব্রিস্টলে ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি হারের ইতিহাস। তৃতীয় ম্যাচে ইংল্যান্ড দলে অন্তর্ভুক্ত করা হয়েছে আগ্রাসী ব্যাটার মাইয়া বাউচিয়ারকে। সিরিজে ঘুরে দাঁড়াতে হলে এই ম্যাচ ইংল্যান্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে জয় পেয়েছিল ভারত। এরপর আর কখনও সিরিজ জিততে পারেনি। ফলে, তৃতীয় ম্যাচে জয় পেলে ভারত নারী দলের ইতিহাসে যুক্ত হবে এক অনন্য মাইলফলক।

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: ভারত-ইংল্যান্ড সিরিজের মাঝেই বড় খারাপ খবর! চোটের কারণে ছিটকে গেলেন অধিনায়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল