ভারতের মহিলা ক্রিকেট দলের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। দলের অধিনায়ক ও নির্ভরযোগ্য অলরাউন্ডার ন্যাট সিভার-ব্রান্ট ইনজুরির কারণে সিরিজের তৃতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার, লন্ডনের ওভাল স্টেডিয়ামে। এক্স-রেতে তার চোটের অবস্থা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি সিরিজের বাকি দুই ম্যাচে খেলতে পারবেন কি না।
advertisement
সিভার-ব্রান্টের অনুপস্থিতিতে ইংল্যান্ডের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটার ট্যামি বিউমন্ট, যিনি ২৪৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রাখেন। সিভার-ব্রান্ট সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৬৬ ও ১৩ রান করেছিলেন, তবে দল জয় পায়নি।
আরও পড়ুনঃ Shubman Gill: ২৬৯ রানের এক ইনিংসে ১৫টি বিশ্বরেকর্ড গড়লেন শুভমান গিল, জানলে গর্বিত হবেন আপনিও
ইতিমধ্যেই ভারত ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রথম ম্যাচে ৯৭ রানের বড় জয়ের পর, দ্বিতীয় ম্যাচে ২৪ রানে জয় তুলে নেয় তারা। এটি ছিল ব্রিস্টলে ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি হারের ইতিহাস। তৃতীয় ম্যাচে ইংল্যান্ড দলে অন্তর্ভুক্ত করা হয়েছে আগ্রাসী ব্যাটার মাইয়া বাউচিয়ারকে। সিরিজে ঘুরে দাঁড়াতে হলে এই ম্যাচ ইংল্যান্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে জয় পেয়েছিল ভারত। এরপর আর কখনও সিরিজ জিততে পারেনি। ফলে, তৃতীয় ম্যাচে জয় পেলে ভারত নারী দলের ইতিহাসে যুক্ত হবে এক অনন্য মাইলফলক।