মেগা ম্যাচে ভারতের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে বিস্তর জল্পনা। কারণ দ্বিতীয়বার বাবা হওয়ার কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না রোহিত শর্মা। চোটের কারণে অনিশ্চিত শুভমান গিলও। পারথে না খেলার সম্ভাবনাই বেশি। রানের মধ্যে নেই কোহলি। বোলিং-ব্যাটিং কম্বিনেশন কেমন করবেন গম্ভীর তা নিয়েও চলছে জোর চর্চা। এরই মধ্যে প্রথম একাদশ নিয়ে বড় আপডেট দিলেন জসপ্রী বুমরাহ।
advertisement
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে বুমরাহ বলেছেন,”আমরা প্রথম একাদশ চূড়ান্ত করে ফেলেছি। আপনারা ম্যাচের দিন সকালে তা জানতে পারবেন। আমরা যে কম্বিনেশন খেলাতে চাই সেই বিষয়ে নিশ্চিত। আমরা প্রতিটি প্লেয়ারের প্রতি যথেষ্ট আত্মবিশ্বাসী যারা ভারতের প্রতিনিধিত্ব করবে ও সেরাটা দেবে।” প্রথম একাদশ চূড়ান্ত জানালেও কারা রয়েছে তা সাংবাদিক বৈঠকে জানাননি বুমরাহ।
আরও পড়ুনঃ KKR News: আইপিএল নিলামের আগে জানুন কেকেআরের সব খবর! কেমন দল গড়বে কলকাতা! বড় আপডেট
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকাম হওয়ার পর কতটা চাপে ভারতীয় দল সেই প্রসঙ্গ বুমরাহ বলেন,“ক্রিকেটের সৌন্দর্যটাই এমন। আপনি সবসময় শূন্য থেকে শুরু করতে পারেন। নিউজিল্যান্ড সিরিজ থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি। কিন্তু কোনও বোঝা বয়ে নিয়ে যেতে চাই না। ওখানে পরিস্থিতি আলাদা ছিল এখানে আলাদা। দল আত্মবিশ্বাসী”