TRENDING:

IND vs AUS: যশস্বীকে 'ভুল' আউট দেওয়া বাংলাদেশি আম্পায়ারকে ধুয়ে দিলেন গাভাসকর, এমন রাগতে সানিকে কেউ দেখেনি!

Last Updated:

IND vs AUS: মেলবোর্ন টেস্টে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। ১৮৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হারলেও যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেলবোর্ন টেস্টে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। ১৮৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হারলেও যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক। ফিল্ড আম্পায়ার নট আউট দিলেও, বাংলাদেশি থার্ড আম্পায়ার রিভিউ দেখে আউট দেন। যদিও স্নিকোতে পরিষ্কার দেখা যায় ব্যাটে বল লাগেনি। এরপরই রেগে আগুন হয়ে যান কমেন্ট্রি বক্সে থাকা সুনীল গাভাসকর। বাংলাদেশি আম্পায়ারকে একহাত নেন তিনি।
News18
News18
advertisement

৩৪০ রান তাড়া করতে নেমে এদিনও ধস নামে ভারতের ব্যাটিংয়ে। একা লড়াই করছিলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু ব্যক্তিগত ৮৪ রানে বিতর্কিত আউটের কারণে সাজঘরে ফেরত যেতে হয় তাঁকে। প্যাট কামিন্সের বাউন্সারে পুল মারতে গিয়ে মিস করেন যশস্বী। ব্যাটের খুব কাছ থেকে বল যায়। মাঠের আম্পায়ার নট আউট জানায়। অস্ট্রেলিয়ার সন্দেহ থাকায় রিভিউ নেয়। রিভিউতে সেই সময় পরিষ্কার দেখা যায় ব্যাট আর বলের কোনও সংযোগ হয়নি।

advertisement

যশস্বীকে যে আম্পায়ার বিতর্কিত আউট দিয়েছেন তিনি হলেন বাংলাদেশের। নাম শরফুদ্দৌলা সৈকত। এরপরই সুনীল গাভাসকর বলেন, “এটা আম্পায়ারের নেওয়া একটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। এটা পরিষ্কারভাবে আউট নয়। এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। আপনার কাছে স্নিকোমিটার আছে,আপনার কাছে টেকনোলজি রয়েছে, আপনি সেগুলো ব্যবহার করে দেখুন কী হয়েছে। কোনও অপটিক্যাল ইলিউশনের উপর ভরসা করা ঠিক নয়। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল। আমার মতে এটা নট আউট।”

advertisement

আরও পড়ুনঃ IND vs AUS: ভারতের উপর এত হিংসা! যশশ্বীকে ‘ভুল’ আউট দিলেন বাংলাদেশি আম্পায়ার! নির্লজ্জ জোচ্চুরি হাতেনাতে প্রমাণিত!

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

প্রসঙ্গত, বক্সিং ডে টেস্টে ৩৪০ রান তাড়া করতে নেমে পঞ্চম দিনে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত। একা লড়াই করছিলেন যশস্বী জয়সওয়াল। ১৫৫ রানে অলআউট হয়ে যায় ভারত। যার মধ্যে যশস্বী একাই ৮৪ রান করেন। কিন্তু তার বিতর্কিত আউট নিয়ে চর্চা অব্যাহত।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs AUS: যশস্বীকে 'ভুল' আউট দেওয়া বাংলাদেশি আম্পায়ারকে ধুয়ে দিলেন গাভাসকর, এমন রাগতে সানিকে কেউ দেখেনি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল