৩৪০ রান তাড়া করতে নেমে এদিনও ধস নামে ভারতের ব্যাটিংয়ে। একা লড়াই করছিলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু ব্যক্তিগত ৮৪ রানে বিতর্কিত আউটের কারণে সাজঘরে ফেরত যেতে হয় তাঁকে। প্যাট কামিন্সের বাউন্সারে পুল মারতে গিয়ে মিস করেন যশস্বী। ব্যাটের খুব কাছ থেকে বল যায়। মাঠের আম্পায়ার নট আউট জানায়। অস্ট্রেলিয়ার সন্দেহ থাকায় রিভিউ নেয়। রিভিউতে সেই সময় পরিষ্কার দেখা যায় ব্যাট আর বলের কোনও সংযোগ হয়নি।
advertisement
যশস্বীকে যে আম্পায়ার বিতর্কিত আউট দিয়েছেন তিনি হলেন বাংলাদেশের। নাম শরফুদ্দৌলা সৈকত। এরপরই সুনীল গাভাসকর বলেন, “এটা আম্পায়ারের নেওয়া একটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। এটা পরিষ্কারভাবে আউট নয়। এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। আপনার কাছে স্নিকোমিটার আছে,আপনার কাছে টেকনোলজি রয়েছে, আপনি সেগুলো ব্যবহার করে দেখুন কী হয়েছে। কোনও অপটিক্যাল ইলিউশনের উপর ভরসা করা ঠিক নয়। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল। আমার মতে এটা নট আউট।”
প্রসঙ্গত, বক্সিং ডে টেস্টে ৩৪০ রান তাড়া করতে নেমে পঞ্চম দিনে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত। একা লড়াই করছিলেন যশস্বী জয়সওয়াল। ১৫৫ রানে অলআউট হয়ে যায় ভারত। যার মধ্যে যশস্বী একাই ৮৪ রান করেন। কিন্তু তার বিতর্কিত আউট নিয়ে চর্চা অব্যাহত।