IND vs AUS: ভারতের উপর এত হিংসা! যশশ্বীকে 'ভুল' আউট দিলেন বাংলাদেশি আম্পায়ার! নির্লজ্জ জোচ্চুরি হাতেনাতে প্রমাণিত!

Last Updated:
IND vs AUS: মেলবোর্ন টেস্টে ভারত হারলেও যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। যশস্বীর ব্য়াটে বল না লাগলেও কেন থার্ড আম্পায়ার আউট দিলেন তা শুরু হয়েছে জোর চর্চা।
1/5
মেলবোর্ন টেস্টে ভারত হারলেও যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। যশস্বীর ব্য়াটে বল না লাগলেও কেন থার্ড আম্পায়ার আউট দিলেন তা শুরু হয়েছে জোর চর্চা।
মেলবোর্ন টেস্টে ভারত হারলেও যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। যশস্বীর ব্য়াটে বল না লাগলেও কেন থার্ড আম্পায়ার আউট দিলেন তা শুরু হয়েছে জোর চর্চা।
advertisement
2/5
৩৪০ রান তাড়া করতে নেমে এদিনও ধস নামে ভারতের ব্যাটিংয়ে। একা লড়াই করছিলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু ব্যক্তিগত ৮৪ রানে বিতর্কিত আউটের কারণে সাজঘরে ফেরত যেতে হয় তাঁকে।
৩৪০ রান তাড়া করতে নেমে এদিনও ধস নামে ভারতের ব্যাটিংয়ে। একা লড়াই করছিলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু ব্যক্তিগত ৮৪ রানে বিতর্কিত আউটের কারণে সাজঘরে ফেরত যেতে হয় তাঁকে।
advertisement
3/5
আর যশস্বীকে যে আম্পায়ার বিতর্কিত আউট দিয়েছেন তিনি হলেন বাংলাদেশের। নাম শরফুদ্দৌলা সৈকত। প্যাট কামিন্সের বাউন্সারে পুল মারতে গিয়ে মিস করেন যশস্বী। ব্যাটের খুব কাছ থেকে বল যায়। মাঠের আম্পায়ার নট আউট জানায়।
আর যশস্বীকে যে আম্পায়ার বিতর্কিত আউট দিয়েছেন তিনি হলেন বাংলাদেশের। নাম শরফুদ্দৌলা সৈকত। প্যাট কামিন্সের বাউন্সারে পুল মারতে গিয়ে মিস করেন যশস্বী। ব্যাটের খুব কাছ থেকে বল যায়। মাঠের আম্পায়ার নট আউট জানায়।
advertisement
4/5
অস্ট্রেলিয়ার সন্দেহ থাকায় রিভিউ নেয়। রিভিউতে সেই সময় পরিষ্কার দেখা যায় ব্যাট আর বলের কোনও সংযোগ হয়নি। থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের মনে হয় বল যশস্বীর ব্যাটে লেগে দিক বদল করেছে।
অস্ট্রেলিয়ার সন্দেহ থাকায় রিভিউ নেয়। রিভিউতে সেই সময় পরিষ্কার দেখা যায় ব্যাট আর বলের কোনও সংযোগ হয়নি। থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের মনে হয় বল যশস্বীর ব্যাটে লেগে দিক বদল করেছে।
advertisement
5/5
স্নিকোমিটারে বারবার করে দেখেও কোনও প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু কীভাবে বাংলাদেশি থার্ড আম্পায়ার আউট দিলেন, তা নিয়ে রীতিমতো ক্রুদ্ধ সুনীল গাভাসকর, ইরফান পাঠানরা। হতাশ হয়ে মাঠ ছাড়েন যশস্বী।
স্নিকোমিটারে বারবার করে দেখেও কোনও প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু কীভাবে বাংলাদেশি থার্ড আম্পায়ার আউট দিলেন, তা নিয়ে রীতিমতো ক্রুদ্ধ সুনীল গাভাসকর, ইরফান পাঠানরা। হতাশ হয়ে মাঠ ছাড়েন যশস্বী।
advertisement
advertisement
advertisement