১-৩ ব্যবধানে সিরিজ হাতছাড়া হয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে মুখ থুবড়ে পড়েছে টিম ইন্ডিয়া। রোহিত-বিরাটদের শোচনীয় পারফরম্যান্সের তুমুল সমালোচনা চলছে। এই পরিস্থিতিতে বিসিসিআই এবং ক্রিকেটারদের একহাত নিলেন গাভাসকরও।
advertisement
প্রাক্তন ডানহাতি ব্যাটার মনে করেন, বিসিসিআই অনেকটা ক্রিকেট “ভক্ত”র মতো আচরণ করছে। তিনি বলেন, “আগামী ৮ থেকে ১০ দিন ভারতীয় ক্রিকেটের জন্য খুব গুরুত্বপূর্ণ। সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তারকা সংস্কৃতির অবসান হওয়া উচিত। ক্রিকেটের প্রতি নিবেদিত প্রাণ হতে হবে।”
প্রতিটা সিরিজের জন্য নিজেকে তৈরি রাখতে হবে ক্রিকেটারদের। বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া হওয়ার পর নাম না করে রোহিতদের এমনই পরামর্শ দিয়েছেন গাভাসকর। তাঁর মতে, কেউ যদি ক্রিকেটের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ না হয়, তাহলে তাঁকে টিমে রাখাই উচিত নয়। প্রাক্তন ওপেনারের কথায়, “চোট-আঘাত না থাকলে নিজেকে তৈরি রাখতে হবে। কেউ যদি নিজের ১০০ শতাংশ দেওয়ার জন্য তৈরি না থাকে তাহলে তাঁকে দলে না নেওয়াই ভাল।”
ক্রিকেটারদের কড়া সমালোচনা করে গাভাসকর বলেন, “অর্ধেক মন এখানে পড়ে আছে, অর্ধেক অন্য কোথাও, এমন ক্রিকেটারের দরকার নেই। কাউকে বাড়াবাড়ি রকমের প্রশ্রয় দেওয়ার সময় এটা নয়। এই ফলাফল অত্যন্ত হতাশাজনক। আমাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে থাকা উচিত ছিল। কিন্তু আমরা পারিনি।”
শেষ ৮টি টেস্টের মাত্র একটিতে জিতেছে টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে খেলার স্বপ্ন সেখানেই শেষ। সঙ্গে আরেকটি আইসিসি ট্রফি জয়ের সম্ভাবনারও সলিল সমাধি ঘটেছে। প্রাক্তন খেলোয়াড় থেকে ক্রিকেটপ্রেমী, প্রত্যেকেই ক্ষুব্ধ। এই পরিস্থিতিতে বিসিসিআইকে কড়া হাতে রাশ ধরতে হবে বলে মনে করেন প্রাক্তন ডানহাতি ওপেনার।
গাভাসকর বলেন, “বোর্ডকে ক্রিকেট অনুরাগীদের মতো আচরণ করা বন্ধ করতে হবে। কঠোর হতে হবে। খেলোয়াড়দের স্পষ্ট জানিয়ে দিতে হবে যে ভারতীয় ক্রিকেট সবার আগে। হয় ক্রিকেটকে পুরোটা নয়, নয়ত অন্য কিছু করো, দু নৌকোয় পা দিয়ে চলা যাবে না। ভারতীয় ক্রিকেটকে যাঁরা সবার আগে রাখবে, একমাত্র তাঁদেরই টিমে জায়গা দেওয়া উচিত।”