ম্যাচে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান করে ব্যাগি গ্রিনরা। ফাইনালে অজিদের হয়ে আরও একবার জ্বলে ওঠেন বেথ মুনি। ৫৩ বলে ৭৪৫ রানের অনবদ্য ইনিংস খেলেন অজি ওপেনার। এছাড়া ২৯ রান করেন অ্যাশলে গার্ডনার ও ১৮ রান করেন অ্যালিসা হেলি। এছাড়া কোনও ব্যাটার ২০-র গণ্ডি পেরোতে পারেনি। ফলে বেথ মুনির ইনিংসই ম্যাচে রাখে অস্ট্রেলিয়াকে। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন শাবনিম ইসমাইল ও মারিজানে কাপ।
advertisement
আরও পড়ুনঃ Lionel Messi: পিএসজি ছেড়ে কোন ক্লাবে যাচ্ছেন লিওনেল মেসি, ফাঁস হল রহস্য!
রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। একদিক থেকে উইকেট পড়লেও লড়াই চালিয়ে যান ওপেনার লরা উলভার্ট। তাকে কিছুটা সঙ্গ দেন চোলে ট্রিয়ন। তাদের অর্ধশতরানের পার্টনারশিপে একটা সময় জয়ের আশা জেগেছিল প্রোটিয়াদের। কিন্তু ৫৫ রানের থামে লরা ও ট্রয়নের জুটি। ট্রিয়ন ২৫ ও লরা ৬১ রামনে ফিরতেউ দক্ষিণ আফ্রিকার সব আশা শেষ হয়ে যায়। ২০ ওভারে ১৩৭ রানে ৬ উইকেটে থামে প্রোটিয়ারা। অজিদের স্কাট, গার্ডনার, ব্রাউন, জোনাসেন সকলে একটি করে উইকেট নেন। ১৯ রানে ফাইনাল জেতে অস্ট্রেলিয়া।