এদিন টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা ভালোই করে অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিসা হেলি ও বেথ মুনি। ঠান্ডা মাথায় স্কোরবোর্ড এগিয়ে নিযে যান দুজনে। প্রয়োজন মত আক্রমণাত্মক শটও খেলেন। অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন দুই অজি ওপেনার। ৫২ রানে প্রথম উইকেট পড়ে অস্ট্রেলিয়ার। ২৫ রান করে রাধা যাদবের বলে আউট হন অ্যালিসা হেলি। সেট হওয়ার পর রানের গতিবেগ বাড়ান বেথ মুনি। তাকে সঙ্গ দেন অধিনায়ক মেগ ল্যানিং। নিজের অর্ধশতরান পূরণ করেন বেথ মুনি। ৮৮ রানে দ্বিতীয় উইকেট পড়ে ব্যাগি গ্রিনদের। ৩৭ বলে ৫৪ রানের ইনিংস খেলে শিখা পাণ্ডের বলে আউট হন বেথ মুনি।
advertisement
আরও পড়ুনঃ Lionel Messi: আর আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে না মেসিকে! বড় সিদ্ধান্ত নিতে হতে পারে বিশ্বজয়ীকে
এরপর মেগ ল্যানিং ও অ্যাশলে গার্ডনার ইনিংস এগিয়ে নিয়ে যান। একদিক থেকে অজি অধিনায়ক ঠান্ডা মাথায় ব্যাট করে ও অপরদিকে অ্যাশলে গার্ডনার ঝোড়ো ব্যাটিং করেন। মারকাটারি শট খেলতে থাকেন গার্ডনার। দ্রুত নিজেদের অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করেন মেগ ল্যানিং ও অ্যাশলে গার্ডনার জুটি। জুটিতে ৫৩ রান যোগ করেন তারা। দলের ১৪১ রানের মাথায় ব্যক্তিগত ৩১ রানে দীপ্তি শর্মার বলে আউট হন গার্ডনার।
এরপর গ্রেস হ্যারিস এসে বেশি সময় ক্রিজে কাটাতে পারেননি। ৭ রান করে শিখা পাণ্ডের দ্বিতীয় শিকার হন হ্যারিস। ১৪৮ রানে চতুর্থ উইকেট পড়ে অজিদের। শেষের দিকে বিধ্বংসী ব্যাটিং করেন মেগ ল্যানিং। ৩৪ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলেন তিনি। ২ রানের অপরদিকে ক্রিজে ছিলেন এলিস পেরি। শেষ পর্যন্ত্ ১৭২ রানে ৪ উইকেটে থামে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের সেমিফাইনালে ১৭৩ রানের মত বড় টার্গেট তাড়া করা যে খুব একটা সহজ হবে না ভারতের পক্ষে তা মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।