জিম্বাবোয়ের বুলাওয়াতে বোলিং সহায়ক উইকেটে প্রথমে টস জিতে বোলি করার সিদ্ধান্ত নেয় ভারত। সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল তা প্রমাণ করে দেয় ভারতীয় বোলাররা। যুক্তরাষ্ট্রের ব্যাটিং লাইনআপকে কার্যত একাই গুড়িয়ে দেন হেনিল প্যাটেল। একাই ৫ উইকেট নেন তিনি। ৩৫.২ ওভারে ১০৭ রানে শেষ হয়ে যায় যুক্তরাষ্ট্রের ইনিংস। হেনিল ছাড়া একটি করে উইকেট নেন দীপেশ, অমব্রিশ, খিলান ও বৈভব।
advertisement
ছোট টার্গেট তাড়া করতে ভারতীয় ফ্যানেরা অপেক্ষায় ছিলেন বৈভব সূর্যবংশীর ব্যাটে ঝড় দেখবেন। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচ বড় রান করতে ব্যর্থ হলেন কিশোর তারকা। ২ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর ভেদান্ত ত্রিভেদীও মাত্র ২ রান করে আউট হন। অধিনায়ক আয়ূশ মাত্রে ১৯ রান করে আউট হন। একটা সময় কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল।
আরও পড়ুনঃ Vaibhav Suryavanshi: অতীতের সব নজির ভেঙে দিলেন, প্রথম ম্যাচেই বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর
মাঝে বেশ কিছু সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল। ফলে ডিএলএস নিয়ম প্রয়োগ করে ভারতের টার্গেট করা হয় ৩৭ ওভারে ৯৬। ভিয়াব মালহোত্রা করেন ১৮ রান। ভারতীয় দলের ইনিংসে সর্বোচ্চ রান করেন অভিজ্ঞান অভিষেক কুণ্ডু। ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ১০ রানে অপরাজিত থাকেন কৌশিক চৌহান। ভারতের পরবর্তী ম্যাচে ১৭ জানুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে।
