TRENDING:

ট্রাম্পের দেশকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ শুরু ভারতের, পরবর্তী টার্গেট বাংলাদেশ!

Last Updated:

ICC U-19 Cricket World Cup 2026 India Beat USA: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুরন্ত জয় দিয়ে শুরু করল ভারতীয় দল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল যুক্তরাষ্ট্রকে ৬ উইকেটে হারিয়ে একতরফা জয় পেল আয়ূশ মাত্রের দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুরন্ত জয় দিয়ে শুরু করল ভারতীয় দল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল যুক্তরাষ্ট্রকে ৬ উইকেটে হারিয়ে একতরফা জয় পেল আয়ূশ মাত্রের দল। ম্যাচে প্রথমে ব্যাট করে ১০৭ রানে অলআউট হয়ে যায় ইউএসএ। এরপর ডিএলএস নিয়মে ৩৭ ওভারে ৯৬ রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৭.২ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারত।
News18
News18
advertisement

জিম্বাবোয়ের বুলাওয়াতে বোলিং সহায়ক উইকেটে প্রথমে টস জিতে বোলি করার সিদ্ধান্ত নেয় ভারত। সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল তা প্রমাণ করে দেয় ভারতীয় বোলাররা। যুক্তরাষ্ট্রের ব্যাটিং লাইনআপকে কার্যত একাই গুড়িয়ে দেন হেনিল প্যাটেল। একাই ৫ উইকেট নেন তিনি। ৩৫.২ ওভারে ১০৭ রানে শেষ হয়ে যায় যুক্তরাষ্ট্রের ইনিংস। হেনিল ছাড়া একটি করে উইকেট নেন দীপেশ, অমব্রিশ, খিলান ও বৈভব।

advertisement

ছোট টার্গেট তাড়া করতে ভারতীয় ফ্যানেরা অপেক্ষায় ছিলেন বৈভব সূর্যবংশীর ব্যাটে ঝড় দেখবেন। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচ বড় রান করতে ব্যর্থ হলেন কিশোর তারকা। ২ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর ভেদান্ত ত্রিভেদীও মাত্র ২ রান করে আউট হন। অধিনায়ক আয়ূশ মাত্রে ১৯ রান করে আউট হন। একটা সময় কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল।

advertisement

আরও পড়ুনঃ Vaibhav Suryavanshi: অতীতের সব নজির ভেঙে দিলেন, প্রথম ম্যাচেই বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর

সেরা ভিডিও

আরও দেখুন
জমজমাট পুরুলিয়ার রঘুনাথপুর চ্যাম্পিয়ন ট্রফি, ব্যাট-বলের লড়াইতে এ যেন জেলার আইপিএল
আরও দেখুন

মাঝে বেশ কিছু সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল। ফলে ডিএলএস নিয়ম প্রয়োগ করে ভারতের টার্গেট করা হয় ৩৭ ওভারে ৯৬। ভিয়াব মালহোত্রা করেন ১৮ রান। ভারতীয় দলের ইনিংসে সর্বোচ্চ রান করেন অভিজ্ঞান অভিষেক কুণ্ডু। ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ১০ রানে অপরাজিত থাকেন কৌশিক চৌহান। ভারতের পরবর্তী ম্যাচে ১৭ জানুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ট্রাম্পের দেশকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ শুরু ভারতের, পরবর্তী টার্গেট বাংলাদেশ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল