ভিভিএস লক্ষ্মণ মনে করেন হার্দিক একজন ম্যাচ উইনার। তাই তিনি বল করতে না পারলেও শুধুমাত্র বিস্ফোরক ব্যাটসম্যান হিসেবেই দলে জায়গা পাওয়া উচিত। কিন্তু সেক্ষেত্রে ভারতের বোলিং এর ক্ষেত্রে কিছুটা গভীরতা কমে যেতে পারে। পাশাপাশি পার্থিব মনে করেন ভুবনেশ্বর কুমার নিজের সেরা ছন্দে নেই। এটা যথেষ্ট চিন্তার কারণ।
advertisement
আইপিএলের দ্বিতীয় পর্যায়ে দেখা গিয়েছে ভুবনেশ্বর মাত্র ছয় উইকেট পেয়েছেন। প্রথমদিকে সুইং বা ডেথ ওভারে যে নিয়ন্ত্রিত বোলিং তিনি করে থাকেন সেটা দেখা যায়নি। তাই বুধবার দ্বিতীয় অনুশীলন ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার জায়গায় শার্দুল ঠাকুর খেলতে পারেন। সম্প্রতি শার্দুল বল হাতে নজর কেড়েছেন। আর তার ব্যাটিং বেশ শক্তিশালী। তাছাড়া চেন্নাইয়ের হয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন। মহেন্দ্র সিং ধোনির অধীনে থাকার কারণে ক্রিকেটার হিসেবে অনেক পরিণত ঠাকুর।
তাছাড়া দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মা এবং বরুণ চক্রবর্তীর খেলা প্রায় নিশ্চিত। নিজেদের সব ক্রিকেটারকে সুযোগ দিয়ে আসল পরীক্ষার আগে দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু হার্দিক পান্ডিয়া ভাল পারফর্ম করতে পারেন টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে মনে করেন পার্থিব। তার অন্যতম কারণ মহেন্দ্র সিং ধোনির উপস্থিতি। হার্দিক জানিয়েছেন মাহি ড্রেসিংরুমে থাকায় তিনি আলাদা মনের জোর পান। এটাই সম্ভবত চাপমুক্ত রাখতে পারে পান্ডিয়াকে।