আরও পড়ুন - Ronaldo vs Atlanta : চ্যাম্পিয়ন্স লিগে রোনাল্ডোর দক্ষতায় আটলান্টাকে হারাল ম্যান ইউ
বিরাট কোহলি এবং রোহিত শর্মাকেও পেছনে ফেলতে পারেন তিনি। ডেল স্টেইন মুগ্ধ রাহুলের স্টাইলিশ খেলার ধরণ দেখে। লেগ সাইড দিয়ে যে ছক্কা এবং ক্রিস ওকসকে কভারের ওপর দিয়ে যে বাউন্ডারি তিনি মারেন, সেটা চোখের পক্ষে আরামদায়ক। হাতে সব ধরনের শট আছে কর্নাটকের ব্যাটসম্যানের। এই মুহূর্তে জীবনের সেরা ছন্দে আছেন। বিরাট কোহলি পরিষ্কার জানিয়ে দিয়েছেন রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন রাহুল। ফাস্ট বোলার এবং স্পিনার দুটোর বিরুদ্ধেই দারুণ ব্যাট করেন। ফুটওয়ার্ক দুর্দান্ত।
advertisement
শুধু লক্ষণ বা স্টেইন নন, ভারতের কিংবদন্তি সুনীল গাভাসকার স্বয়ং মুক্তকন্ঠে প্রশংসা করেছেন রাহুলের ব্যাটিংয়ের। তাছাড়া বিরাট কোহলির পরে রাহুলকে ভারতের ভবিষ্যৎ সহ-অধিনায়ক হিসেবেও তৈরি করার ভাবনা জানিয়েছিলেন তিনি। ভারতের শেষ ইংল্যান্ড সফরে লর্ডসে সেঞ্চুরি করেছিলেন রাহুল। মহম্মদ শামিকে প্রশ্ন করা হয়েছিল ভারতীয় দলের নেটে তিনি কোন ব্যাটসম্যানের বিরুদ্ধে বল করতে সবচেয়ে বেশি চাপে থাকেন? বিরাট বা রোহিতের কথা না বলে শামি বলেছিলেন রাহুলের নাম।
রাহুলের ব্যাটিং প্রতিভা নিয়ে সন্দেহ ছিল না কখনো। অতীতে অস্ট্রেলিয়ার মাঠে শতরান করেছিলেন। ২০১৯ একদিনের বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমে ১৩৬ রানের পার্টনারশিপ তৈরি করেছিলেন। এখন সেই রাহুল আরো উন্নত। আরো ভয়ঙ্কর। সমগ্র দেশবাসী চাইছে নিজের স্বাভাবিক ছন্দে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলুন তিনি। রাহুল... নাম তো সুনাহি
হোগা। কলার তুলে বলতে পারেন তিনি।