TRENDING:

Bashir Chacha on Dhoni : ধোনিই পর্দার আড়াল থেকে বিশ্বকাপ জেতাবে ভারতকে, বলছেন বশির চাচা

Last Updated:

ICC T20 World Cup Chacha Chicago Mohammad Bashir believes Indian team will be the champions with Mahendra Singh Dhoni being the mentor. ধোনির ভক্ত হিসেবেই বশির চাচা সুপরিচিত। তার পোশাকের ৫০ শতাংশ জুড়ে আছে ভারতের জার্সি, বাকি ৫০ শতাংশ পাকিস্তানের জার্সি।বশির চাচা নিশ্চিত ভারত যদি টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়, কোহলি অধিনায়ক হিসেবে যতই ট্রফি নিক, আসল রিমোট কিন্তু থাকবে সেই ধোনির হাতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বশির চাচা বলছেন ধোনির বুদ্ধিতেই চ্যাম্পিয়ন হবে ভারত
বশির চাচা বলছেন ধোনির বুদ্ধিতেই চ্যাম্পিয়ন হবে ভারত
advertisement

আরও পড়ুন - Brett Lee on Rahul and Shami : রাহুল এবং শামিকেই টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা দেখতে পাচ্ছেন ব্রেট লি

বশির চাচাকে চেনে না এমন ক্রিকেটপ্রেমী খুঁজে পাওয়া মুশকিল। পাকিস্তানি এই ক্রিকেটপাগল ব্যক্তি থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রে। পাকিস্তানি হয়েও তিনি ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পাঁড় ভক্ত। এত বড় ভক্ত যে, ধোনির অবসরের পর ক্রিকেট খেলা দেখা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। চলতি বিশ্বকাপে ধোনি ভারতীয় দলের মেন্টর হিসেবে নিযুক্ত হওয়ায় বশির চাচাও আগের মতোই ভারত এবং পাকিস্তানের জার্সি একসঙ্গে পরে 'অবসর ভেঙে' ফিরছেন গ্যালারিতে।

advertisement

ধোনির ভক্ত হিসেবেই বশির চাচা সুপরিচিত। তার পোশাকের ৫০ শতাংশ জুড়ে আছে ভারতের জার্সি, বাকি ৫০ শতাংশ পাকিস্তানের জার্সি। করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য ব্যবহৃত মাস্কও একই ডিজাইনে বানানো হয়েছে। আসলে তিনি জন্মসূত্রে পাকিস্তানি হলেও মনেপ্রাণে ভারতীয় দলের সমর্থক। তার চেয়েও বড় ধোনি সমর্থক। স্বাভাবিকভাবেই বশির চাচার মনে হচ্ছে, মেন্টর ধোনিই ভারতের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। ধোনি পর্দার আড়াল থেকে জিতিয়ে দেবেন ভারতকে।

advertisement

বশির চাচা গণমাধ্যমকে বলেছেন, 'বিরাট কোহলির ভারতে একাধিক বড় বড় ক্রিকেটার আছে। তাদের দলটা দুর্দান্ত। এবারের বিশ্বকাপ ভারতই জিতবে। পাকিস্তানের হাতে সলিড টিম নেই। বাবর আজম ছাড়া তেমন তারকা নেই। হাফিজ, মালিকদের মতো পুরনোদের মতো সাজানো দল যে বিশ্বকাপ জেতার মতো না, সেটা রামিজ রাজাও জানেন। তবে আমি চাই ফাইনাল খেলুক ভারত এবং পাকিস্তান। আর কিছু নয়।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নৃত্যে স্বর্ণপদক, যোগায় ব্রোঞ্জ! বিশ্বমঞ্চে বাংলার জয়পতাকা ওড়াল কান্দির খুদে সম্পূর্ণা
আরও দেখুন

বশির চাচা আগেও জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির তার জন্য অনেক করেছেন। তার ইচ্ছে শিকাগোতে তার রেস্তোরাঁয় ধোনিকে আমন্ত্রণ জানানোর। ধোনি আশ্বাস দিয়েছেন সময় পেলে যাবেন। বশির চাচা নিশ্চিত ভারত যদি টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়, কোহলি অধিনায়ক হিসেবে যতই ট্রফি নিক, আসল রিমোট কিন্তু থাকবে সেই ধোনির হাতে।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Bashir Chacha on Dhoni : ধোনিই পর্দার আড়াল থেকে বিশ্বকাপ জেতাবে ভারতকে, বলছেন বশির চাচা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল