অথচ লক্ষ্য ছিল মাত্র ১৪১ রান। এত অল্প রান তাড়া করতে না পারার দায়টা ব্যাটারদেরই দিলেন অধিনায়ক মাহমুদ উল্লাহ, ‘বোলাররা দুর্দান্ত বল করেছে। এই উইকেটে প্রতিপক্ষকে ১৪০ রানে বেঁধে রাখাটা কৃতিত্বের। কিন্তু ব্যাটাররা হতাশ করেছে। নিজেদের কাজটা করতে পারেনি তারা।’ টি-টোয়েন্টিতে ১৪০ রান সাদামাটা স্কোর। সেমিফাইনালে স্বপ্ন দেখা কোনো দলের পক্ষে হেসেখেলে এটা তাড়া করা উচিত। অথচ বাংলাদেশের শুরুটাই হয়েছিল যাচ্ছেতাই। হতাশ করেছেন দুই ওপেনার। সৌম্য সরকার ৫ আর লিটন দাসও ফেরেন ৫ রানে। এই ধাক্কাটা কাটাতেই প্রথম ১০ ওভারে রানের চাকাটা সচল ছিল না সেভাবে।
advertisement
শেষ দিকে মেহেদী হাসান ও আফিফ হোসেন চেষ্টা করলেও অনেক দেরি হয়ে গেছে ততক্ষণে। ব্যাটিং নিয়ে তাই উদ্বিগ্ন বাংলাদেশি অধিনায়ক, ‘আমরা যদি ১৪০ রানই করতে না পারি তাহলে ব্যাটিং নিয়ে অবশ্যই উদ্বিগ্ন হতে হবে। আমরা এ নিয়ে আলোচনা করব।’ আল আমরাত স্টেডিয়ামের উইকেটটা কি ব্যাটারদের জন্য কঠিন ছিল? স্কটল্যান্ডও তো থেমেছে কেবল ১৪০ রানে। মাহমুদ অবশ্য উইকেটের দোষ দেখছেন না, উইকেটটা চমৎকার। আমাদের বোলাররা দারুণ করেছে। এই রানটা তাড়া করাই যেত।
কিন্তু মাঝখানে একটা বড় রানের ওভার মিস করেছি আমরা। ৫৩ রানে ৬ উইকেট হারানোর পরও ১৪০ পর্যন্ত যাওয়ায় ওদের কৃতিত্ব দিতেই হবে। এর পরও ইতিবাচক থাকব আমরা। খুঁজে বের করব ভুলটা কোথায় হলো, এর পুনরাবৃত্তি করা যাবে না আর। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। শক্তিতে অনেক এগিয়ে থাকলেও ওমানকে হালকা করে দেখার জায়গা নেই টাইগারদের। প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিরুদ্ধে ১০ উইকেটে জিতে অভিযান শুরু করেছে মধ্যপ্রাচ্যের দেশ।