TRENDING:

Bangladesh captain Mahmudullah : ভুল থেকে শিক্ষা নিয়েই ওমানের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ বলছেন অধিনায়ক

Last Updated:

ICC T20 World Cup Bangladesh captain Mahmudullah blames batters for defeat against Scotland in opening match. অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড বধ। আত্মবিশ্বাসের পারদটা চড়ছিল চড়চড়িয়ে।সেই অভিযানে প্রথম ম্যাচেই ধাক্কা। স্কটল্যান্ড গতকাল ৬ রানে বাংলাদেশকে হারিয়ে ঘটিয়েছে অঘটন। অথচ লক্ষ্য ছিল মাত্র ১৪১ রান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্কটল্যান্ড এর বিরুদ্ধে অবাক হারের জন্য ব্যাটিংকে দায়ী করলেন বাংলাদেশ অধিনায়ক
স্কটল্যান্ড এর বিরুদ্ধে অবাক হারের জন্য ব্যাটিংকে দায়ী করলেন বাংলাদেশ অধিনায়ক
advertisement

আরও পড়ুন - T20 World Cup, India vs England warm up : শামি, বুমরার দুর্দান্ত বোলিং সত্ত্বেও যথেষ্ট চ্যালেঞ্জিং টোটাল তুলল ইংল্যান্ড

অথচ লক্ষ্য ছিল মাত্র ১৪১ রান। এত অল্প রান তাড়া করতে না পারার দায়টা ব্যাটারদেরই দিলেন অধিনায়ক মাহমুদ উল্লাহ, ‘বোলাররা দুর্দান্ত বল করেছে। এই উইকেটে প্রতিপক্ষকে ১৪০ রানে বেঁধে রাখাটা কৃতিত্বের। কিন্তু ব্যাটাররা হতাশ করেছে। নিজেদের কাজটা করতে পারেনি তারা।’ টি-টোয়েন্টিতে ১৪০ রান সাদামাটা স্কোর। সেমিফাইনালে স্বপ্ন দেখা কোনো দলের পক্ষে হেসেখেলে এটা তাড়া করা উচিত। অথচ বাংলাদেশের শুরুটাই হয়েছিল যাচ্ছেতাই। হতাশ করেছেন দুই ওপেনার। সৌম্য সরকার ৫ আর লিটন দাসও ফেরেন ৫ রানে। এই ধাক্কাটা কাটাতেই প্রথম ১০ ওভারে রানের চাকাটা সচল ছিল না সেভাবে।

advertisement

শেষ দিকে মেহেদী হাসান ও আফিফ হোসেন চেষ্টা করলেও অনেক দেরি হয়ে গেছে ততক্ষণে। ব্যাটিং নিয়ে তাই উদ্বিগ্ন বাংলাদেশি অধিনায়ক, ‘আমরা যদি ১৪০ রানই করতে না পারি তাহলে ব্যাটিং নিয়ে অবশ্যই উদ্বিগ্ন হতে হবে। আমরা এ নিয়ে আলোচনা করব।’ আল আমরাত স্টেডিয়ামের উইকেটটা কি ব্যাটারদের জন্য কঠিন ছিল? স্কটল্যান্ডও তো থেমেছে কেবল ১৪০ রানে। মাহমুদ অবশ্য উইকেটের দোষ দেখছেন না, উইকেটটা চমৎকার। আমাদের বোলাররা দারুণ করেছে। এই রানটা তাড়া করাই যেত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নৃত্যে স্বর্ণপদক, যোগায় ব্রোঞ্জ! বিশ্বমঞ্চে বাংলার জয়পতাকা ওড়াল কান্দির খুদে সম্পূর্ণা
আরও দেখুন

কিন্তু মাঝখানে একটা বড় রানের ওভার মিস করেছি আমরা। ৫৩ রানে ৬ উইকেট হারানোর পরও ১৪০ পর্যন্ত যাওয়ায় ওদের কৃতিত্ব দিতেই হবে। এর পরও ইতিবাচক থাকব আমরা। খুঁজে বের করব ভুলটা কোথায় হলো, এর পুনরাবৃত্তি করা যাবে না আর। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। শক্তিতে অনেক এগিয়ে থাকলেও ওমানকে হালকা করে দেখার জায়গা নেই টাইগারদের। প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিরুদ্ধে ১০ উইকেটে জিতে অভিযান শুরু করেছে মধ্যপ্রাচ্যের দেশ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Bangladesh captain Mahmudullah : ভুল থেকে শিক্ষা নিয়েই ওমানের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ বলছেন অধিনায়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল