আরও পড়ুন- মরুশহরে আজ মহারণ ! টি২০ ফর্ম্যাটের ক্রিকেটে ভারত ও পাকিস্তান দু’দলের রেকর্ড কী, দেখে নিন
আর কয়েক ঘণ্টা পরেই শুরু হবে ম্যাচ ৷ বিশ্বকাপে টি২০ হোক কিংবা ৫০ ওভার- কোনও ফর্ম্যাটেই আজ পর্যন্ত ভারতের বিরুদ্ধে জিততে পারেনি পাকিস্তান ৷ এই রেকর্ড বদলাতে আজ মরিয়া বাবর-শাহিন শাহরা ৷ এই ম্যাচ নিয়ে অনেক আগের থেকেই ভবিষ্যদ্বাণী শুরু হয়ে গিয়েছে ৷ চাপ কাদের উপর বেশি থাকবে, তা নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা ৷ কে জিততে পারে? কী কী কারণে জিততে পারে? এমনই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে।
advertisement
ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করার তালিকায় রয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার ওয়াসিম আক্রমও ৷ কিছুটা হলেও তিনি বিরাটদেরই এগিয়ে রাখছেন ম্যাচে ৷ তাঁর মতে ম্যাচ ভারতের পক্ষে ৬০-৪০ ৷ অর্থাৎ ২০ শতাংশ বিরাটদের এগিয়ে রেখেছেন তিনি ৷ তবে একই সঙ্গে তিনি মনে করছেন, টস ফ্যাক্টর গড়ে দিতে পারে ম্যাচে ৷ টি২০ ফর্ম্যাটের ক্রিকেটে এখন পরে ব্যাট করে জেতাটাই সবচেয়ে বেশি সময় দেখা গিয়েছে ৷
আরও পড়ুন- অতীতকে ভুলতে চায় পাকিস্তান, আজকের ম্যাচে যে ৫ পাক ক্রিকেটারদের দিকে নজর থাকবে
আক্রম জানান, এই ম্যাচে নিঃসন্দেহে ফেভারিট ভারত। বলতে পারেন এদিনের ম্যাচে ভারত ৬০-৪০ শতাংশ ফেভারিট। কিন্তু দুবাইয়ের পিচে বাউন্স রয়েছে । আমার মনে হয় টসটা বড় ভূমিকা পালন করতে পারে। বলা যায়, ভারত বিশ্বকাপে তাদের দারুণ ব্যাটিং শক্তি নিয়ে মাঠে নামবে। তাদের কাছে বিরাট কোহলির মতো দুর্দান্ত ব্যাটসম্যান রয়েছেন, যিনি আবার দলের অধিনায়ক। ভারতের কাছে ভালো বোলারও রয়েছে এবং ফিল্ডিংয়ের মানও দুর্দান্ত ৷ তবে পাকিস্তান দুর্দান্ত লড়াইটা করবে ম্যাচে এটুকু বিশ্বাস রাখি ৷