TRENDING:

India vs Pakistan | Wasim Akram: ভারত না পাকিস্তান ? এগিয়ে কারা- ম্যাচের ভবিষ্যদ্বাণী করলেন ওয়াসিম আক্রম

Last Updated:

Wasim Akram makes India-Pakistan Match prediction: ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করার তালিকায় রয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার ওয়াসিম আক্রমও ৷ কিছুটা হলেও তিনি বিরাটদেরই এগিয়ে রাখছেন ম্যাচে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবাই:  আমিরশাহীতে টি২০ বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে বেশ কিছুদিন হল ৷ সুপার টুয়েলভের ম্যাচ শনিবার থেকে শুরু হলেও কোয়ালিফাইং পর্বের ম্যাচগুলি শুরু হয় গত সপ্তাহেই ৷ কিন্তু সবার নজরই রয়েছে একটা ম্যাচের দিকেই ৷ সেটা হল আজ, রবিবাসরীয় ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণ ৷ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিরাট-বাবর দ্বৈরথ দেখার অপেক্ষায় প্রত্যেকেই ৷ ম্যাচের আগে ভবিষ্যদ্বাণী করলেন কিংবদন্তি পাক ক্রিকেটার ওয়াসিম আক্রম (Wasim Akram) ৷
File Photo
File Photo
advertisement

আরও পড়ুন- মরুশহরে আজ মহারণ ! টি২০ ফর্ম্যাটের ক্রিকেটে ভারত ও পাকিস্তান দু’দলের রেকর্ড কী, দেখে নিন

আর কয়েক ঘণ্টা পরেই শুরু হবে ম্যাচ ৷ বিশ্বকাপে টি২০ হোক কিংবা ৫০ ওভার- কোনও ফর্ম্যাটেই আজ পর্যন্ত ভারতের বিরুদ্ধে জিততে পারেনি পাকিস্তান ৷ এই রেকর্ড বদলাতে আজ মরিয়া বাবর-শাহিন শাহরা ৷ এই ম্যাচ নিয়ে অনেক আগের থেকেই ভবিষ্যদ্বাণী শুরু হয়ে গিয়েছে ৷ চাপ কাদের উপর বেশি থাকবে, তা নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা ৷ কে জিততে পারে? কী কী কারণে জিততে পারে? এমনই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে।

advertisement

ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করার তালিকায় রয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার ওয়াসিম আক্রমও ৷ কিছুটা হলেও তিনি বিরাটদেরই এগিয়ে রাখছেন ম্যাচে ৷ তাঁর মতে ম্যাচ ভারতের পক্ষে ৬০-৪০ ৷ অর্থাৎ ২০ শতাংশ বিরাটদের এগিয়ে রেখেছেন তিনি ৷ তবে একই সঙ্গে তিনি মনে করছেন, টস ফ্যাক্টর গড়ে দিতে পারে ম্যাচে ৷ টি২০ ফর্ম্যাটের ক্রিকেটে এখন পরে ব্যাট করে জেতাটাই সবচেয়ে বেশি সময় দেখা গিয়েছে ৷

advertisement

আরও পড়ুন- অতীতকে ভুলতে চায় পাকিস্তান, আজকের ম্যাচে যে ৫ পাক ক্রিকেটারদের দিকে নজর থাকবে

সেরা ভিডিও

আরও দেখুন
নৃত্যে স্বর্ণপদক, যোগায় ব্রোঞ্জ! বিশ্বমঞ্চে বাংলার জয়পতাকা ওড়াল কান্দির খুদে সম্পূর্ণা
আরও দেখুন

আক্রম জানান, এই ম্যাচে নিঃসন্দেহে ফেভারিট ভারত। বলতে পারেন এদিনের ম্যাচে ভারত ৬০-৪০ শতাংশ ফেভারিট। কিন্তু দুবাইয়ের পিচে বাউন্স রয়েছে । আমার মনে হয় টসটা বড় ভূমিকা পালন করতে পারে। বলা যায়, ভারত বিশ্বকাপে তাদের দারুণ ব্যাটিং শক্তি নিয়ে মাঠে নামবে। তাদের কাছে বিরাট কোহলির মতো দুর্দান্ত ব্যাটসম্যান রয়েছেন, যিনি আবার দলের অধিনায়ক। ভারতের কাছে ভালো বোলারও রয়েছে এবং ফিল্ডিংয়ের মানও দুর্দান্ত ৷ তবে পাকিস্তান দুর্দান্ত লড়াইটা করবে ম্যাচে এটুকু বিশ্বাস রাখি ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Pakistan | Wasim Akram: ভারত না পাকিস্তান ? এগিয়ে কারা- ম্যাচের ভবিষ্যদ্বাণী করলেন ওয়াসিম আক্রম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল