India vs Pakistan: মরুশহরে আজ মহারণ ! টি২০ ফর্ম্যাটের ক্রিকেটে ভারত ও পাকিস্তান দু’দলের রেকর্ড কী, দেখে নিন

Last Updated:

India and Pakistan have faced each other five times in the T20 World Cup: চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে জয়ের রেকর্ড ধরে রাখতে মরিয়া বিরাট ব্রিগেড ৷ অন্যদিকে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে হারের রেকর্ড বদলে ফেলতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে প্রস্তুত বাবর আজমরাও ৷

Photo: News18
Photo: News18
দুবাই: মরুশহরে আজ মহারণ ! মুখোমুখি ভারত-পাকিস্তান (India vs Pakistan) ৷ বিশ্বকাপের যে কোনও ফর্ম্যাটেই এই একটা ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন দু’দেশের ক্রিকেটপ্রেমীরা ৷ বিশ্বকাপে বরাবরই পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড ভালো ভারতের ৷ তাই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে জয়ের রেকর্ড ধরে রাখতে মরিয়া বিরাট ব্রিগেড ৷ অন্যদিকে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে হারের রেকর্ড বদলে ফেলতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে প্রস্তুত বাবর আজমরাও (India vs Pakistan head-to-head records in T20Is) ৷
হেড টু হেড
টি২০ ফর্ম্যাটে ভারত-পাকিস্তান দু’দল পরস্পরের মুখোমুখি হয়েছে এখনও পর্যন্ত ৮ বার ৷ যার মধ্যে ৭টি-তে জিতেছে ভারত ৷ মাত্র একটি ম্যাচ জিতেছে পাকিস্তান ৷ পাশাপাশি টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৫টি ম্যাচ খেলে ৫টি-তেই জিতেছে ভারত ৷ অর্থাৎ ৫০ ওভারের বিশ্বকাপের মতো টি২০ বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ভারত ৷ ২০০৭-এ প্রথমবার টি২০ ফর্ম্যাটে মুখোমুখি হওয়ার পর এখনও পর্যন্ত পরস্পরের বিরুদ্ধে ৮টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ভারত এবং পাকিস্তান ৷ শেষবার দু’দল মুখোমুখি হয়েছিল ইডেনে ২০১৬ টি২০ বিশ্বকাপের ম্যাচে ৷ সেই ম্যাচে আশিস নেহরা, রবীচন্দ্রন অশ্বিনদের দাপটে সহজেই পাকিস্তানকে হারিয়েছিল ভারত ৷
advertisement
advertisement
সবচেয়ে বেশি রান বিরাট কোহলির
টি২০ ফর্ম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ তাঁর সংগ্রহে ২৫৪ রান ৷ পাকিস্তানের বিরুদ্ধে ৬টি টি২০ ম্যাচ খেলে কোহলির গড় ৮৪.৬৬ ৷ এরপর দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক ৷ তাঁর সংগ্রহে ১৬৪ রান ৷ দু’জনেই খেলবেন আজকের ম্যাচে ৷
advertisement
সবচেয়ে বেশি উইকেট উমর গুলের
ভারত-পাকিস্তান টি২০ ফর্ম্যাটের ক্রিকেটে দু’দলের বোলারদের মধ্যে সবেচেয়ে বেশি উইকেট নিয়েছেন উমর গুল ৷ ৬ ম্যাচে তাঁর ঝুলিতে ১১টি উইকেট ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন ইরফান পাঠান ৷ তিনি নিয়েছেন ৬টি উইকেট ৷ মহম্মদ আসিফ ৫ উইকেট এবং ভুবনেশ্বর কুমারের দখলে ৩টি ম্যাচ খেলে ৫ উইকেট ৷ এদের মধ্যে শুধুমাত্র ভুবনেশ্বর কুমারই আজকের ম্যাচে খেলবেন ৷ বাকিরা প্রত্যেকেই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেকদিন আগেই ৷
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Pakistan: মরুশহরে আজ মহারণ ! টি২০ ফর্ম্যাটের ক্রিকেটে ভারত ও পাকিস্তান দু’দলের রেকর্ড কী, দেখে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement