সে আর কেউ নয়, হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ছেলে অগস্ত্য৷ বাবাকে ক্যামেরার সামনে বসতে দেখে সে বাবা-বাবা বলে দৌড়ে সেখানে চলে যায়৷ হার্দিকও ছেলেকে দেখে আপ্লুত হয়ে যায়৷ আসলে বাবা ও সন্তানের সম্পর্ক একেবারে অনবদ্য এই ভিডিওতে সেটাই দেখা যাচ্ছে৷ এই অপূর্ব ভালোবাসার মুহূর্তটি নিজেদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে বিসিসিআই৷
advertisement
ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে তাতে হার্দিক পান্ডিয়া টিম ইন্ডিয়া (Indian Cricket Team) টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের (T20 World Cup 2021) জার্সি পরে রয়েছেন৷ তিনি ইন্টারভিউ দেওয়ার জন্য বসে রয়েছেন৷ লাইটস-ক্যামেরাও দেখা যাচ্ছে৷ হার্দিক পান্ডিয়া আইপিএলে মুম্বইয়ের জার্সিতে খেলেন৷ এখন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি সারছিলেন৷
আরও পড়ুন - Viral: বন্দুকের সাইজ এত ছোট যে হাতের তালুতে লুকিয়ে ফেলা যায়! দাম ৫ লক্ষ টাকা
দেখে নিন সেই কিউট ভিডিও (Video) ৷
ভারতীয় ক্রিকেট দল সোমবার দুবাইতে আইসিসি অ্যাকাডেমি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ার্মআপ ম্যাচ খেলছে৷ এই ম্যাচে হার্দিক পান্ডিয়া বোলিং করতে দেখা যেতে পারে৷ তিনি লম্বা সময় ধরে বোলিং করছেন না৷ যা সকলের চিন্তার বিষয় হয়ে রয়েছে৷ তাঁর প্লেয়িং ইলেভেনে থাকা না থাকাও এই মুহূর্তে প্রশ্নের সামনে৷ অনেকেই মনে করছেন যদি তিনি বোলিং না করেন তাহলে তাঁর প্রথম একাদশে থাকা নিয়ে অনেক সংশয় আছে৷
আরও পড়ুন - Bollywood: আধো আলো, আধো অন্ধকারে বিয়ের গাউনে Malaika Arora, See Pics
উল্লেখযোগ্য যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে (ICC T20 World Cup ) ভারত প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে৷ ২৪ অক্টোবর সেই ম্যাচ হবে৷ এই ম্যাচ দুবাই ইন্টারন্যাশানাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে৷