শেষবার ২০১৭ সালে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছিল উইকেটকিপার-ব্যাটার সরফরাজ আহমেদ। এবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন আরেক উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান। এছাড়া ২০১৭ সালে পাকিস্তানের জয়ের অন্যতম কারিগর থিলেন ফখর জমান। বর্তমানে দীর্ঘ দিন দলের বাইরে থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তাঁকে ফিরিয়েছে পাক বোর্ড। দলে ফিরেছেন বাদ থাকা ইমাম উল হকও। এছাড়া অভিজ্ঞ ও তরুণদের মিশেলে শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান।
advertisement
এক ঝলকে দেখে নিন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য ঘোষিত পাকিস্তানের স্কোয়াড: মহম্মদ রিজ়ওয়ান (অধিনায়ক), বাবর আজম, তায়াব তাহির, ইরফান খান নিয়াজি, সুফিয়ান মুকিম, মহম্মদ হুসনাইন, আবদুল্লা শফিক, নাসিম শাহ, উসমান খান, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, আব্রার আহমেদ, কামরান গুলাম, সলমন আলি আঘা, ইমাম উল হক, ফখর জমান, হাসিবুল্লা, আব্বাস আফ্রিদি।
প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। প্রথম ম্যাচেই আয়োজ পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। এছাড়াও পাকিস্তানের গ্রুপে রয়েছে ভারত ও বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে ২৩ ফেব্রুয়ারি মেগা ম্যাচ পাকিস্তানের।